বোকা বানানোর এসএমএসঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম মজা নেয়ার মত সব বোকা বানানোর এসএমএস। আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে পেরে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি পড়তে পেরে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।
আরো পড়ুন>>> মজার স্ট্যাটাস
বোকা বানানোর এসএমএস
বোকা বানানোর এসএমএস
### এইযে ভাইয়েরা শুনছেন, আপনারা সবাই,, গরু, ছাগল, ভেড়া, মহিষ, গাধা ইত্যাদিন পালন করিবেন।
### তোমার জন্যে হতে পারি ভ্যানের ওই ঝালমুড়ি ওয়ালা, তোমার জন্য হতে পারি রাস্তার পাশের আচাঁর ওয়ালা। ফ্রীতে দিবো ঝালমুড়ি আর ফ্রীতে দিবো আচাঁর, ভালো যদি না বাসো তবে দিবো আছাড়..!!
### হিমালয়থেকে নয়, ওই দুর আকাশ থেকেও নয়, সাত সাগর ১৩ নদীর ওপার থেকেও নয়, এই হৃদয়ের গভীর থেকে বলছি, ভিশন ঠান্ডা লাগতাছে মাগার..!!
### দু হাত বাড়িয়ে আকাশ পানে চাও, নিজেকে পাখি মনে হবে।
জোছনা রাতে চাঁদের পানে চাও, নিজেকে পরী মনে হবে।
মাটির সবুজ ঘাসের পানে চাও, নিজেকে ছাগল মনে হবে..!!
### চাইনা আমি শাকিব খানের প্রিয়া,, চাই না আমি নায়িকা ঐশরিয়া,, চাই আমি তোমার মত এক্সপার্ট কাজের বুয়া। কি হবে না .?
### আমি বোকা, আমি ছাগল, আমি গরু, আমি পাগল, আমি জানোয়ার, আমি রাক্ষস, আমি স্টুপিড,(আস্তে পড় তোমার এত্ত গুলো নাম সবাই জেনে ফেলবে)..!
### তোমার অসুখ হোক, তোমার ঘরে মোসা আসুক, তোমার মাথা খারাপ হোক, তোমার স্বপ্নে ভুত আসুক তা আমি চাইনা,,, কারণ তুমি আমার ফ্রেন্ড…!!
### জল পড়ে পাতা নড়ে,, মহা গাঁধা Sms পড়ে,, ওরে গাঁধা রাগিস না,, বোকার মতো হাসিস না,, এই Sms পড়বি যত,, বুদ্ধি হবে গাঁধার মতো….!!!
### এক দিন তোমার জীবনে একটি সুন্দর মেয়ে আসবে,, সে তোমাকে ভালোবাসবে Kiss করবে,, আবার তোমাকে জড়িয়ে ধরে বলবে,, আব্বু আমাকে একটা চকলেট কিনে দাও……!!!
বোকা বানানোর এসএমএস কথা
### ওরে মন কথা শোন,,
যাবি চলে বান্দরবন,
বানরের মত সবাই,
ঝুলবি নাকি বল ?
ওরে বাঁচাও আমায়,
একটা বানর আমার পিছু নিয়েছে,
সেই বানরতা Sms পড়তেছে…..!!!
### কি দিন আইছে রে,, বাতাস বইতেছে, পাখি গান গাইতেছে,, গরু ঘাস খাইতেছে,, জিনিয়াসরা Sms করতাছে,, আর আবালটায় Sms পড়তাছে…..!!!
### যেখানে ভালোলাগা,,
সেখানেই ভালোবাসা,,
যেখানে ভালোবাসা,,
সেখানেই প্রেম,,,
যেখানে প্রেম,
সেখানেই ব্যাথা,
আর যেখানে ব্যাথা,,
সেখানেই টাইগার বাম মলম…..!!!
### তোমায় দেখেছি ফাগুনেরো সাজে,,
তোমায় দেখেছি স্বপ্ন মাঝে,,
পুকুর পাড়ে ঝিলের ধারে,,
দেখেছি তোমার ২টা লম্বা ঠ্যাং,,
তুমি যে আমার প্রিয় কোলা ব্যাং….!!!
### তুমি বির,, তুমি দুর্জয়
তুমি বাঙ্গালি,, তুমি সাহসী
তুমার বুকে অনেক জোর,
তুমি আমাদের গ্রামের,,
মুরগী চোর…..!!!
### আম গাছে আম ধরে,,
নারিকেল গাছে ডাব,,
ছেলেদেরকে মিসকল মারা,
মেয়েদের সভাব,,
গাছের বল লতাপাতা,
মাছের বল পানি,,
এ যুগের মেয়েরা চায়,
পঁয়সাওয়ালা স্বামী…..!!!
### তুমি আমার অচিন পাখি,,
তোমার নাম টিয়া,,
সুন্দর একটা বাদর পেলে,,
তোমার দিতাম বিয়া….!!!