আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারন
মূলভাবঃ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করা। আর আত্মশক্তিকে জাগিয়ে তোলে শিক্ষা।
ভাবসম্প্রসারণঃ দেহ ও মন নিয়েই মানুষ। দেহের শক্তির জন্য যেমন খাদ্য প্রয়োজন, তেমনি মন অর্থাৎ আত্মার শক্তির জন্য প্রয়োজন মানসিক খাদ্যের। আর শিক্ষাই আত্মশক্তি অর্জনের একমাত্র খাদ্য। শিক্ষার উদ্দেশ্য শুধু শিক্ষা গ্রহণ ও জ্ঞান বিতরণ নয়। শিক্ষা চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা দিয়ে একজন মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করে যথার্থ মুক্তি দিতে পারে। মানুষের জীবনে কোনটি ভালো, কোনটি মন্দ, কোন বিষয়টি প্রয়োজনীয় আর কোন বিষয়টি অপ্রয়োজনীয়; কিংবা কোনটি জীবনের বড় লক্ষ্য হওয়া উচিত এসব নির্ণয়ের মধ্য দিয়ে শিক্ষা মানবজীবনকে পরনির্ভরশীলতা থেকে মুক্তি দেয়। কিন্তু এ সবকিছুর জন্য দরকার প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া।
মন্তব্যঃ শিক্ষার আসল কাজ হলো আত্মশক্তি অর্জন। আর এজন্য দরকার দৃঢ় মনোবল নিয়ে জ্ঞান সাগরে ডুব দেওয়া।