স্বাধীনতা স্পর্শমনি সবাই ভালবাসে – সারাংশ / সারমর্ম

সারাংশঃ

স্বাধীনতা স্পর্শমনি সবাই ভালবাসে,
সুখের আলো জ্বালে বুকে, দুঃখের ছায়া নাশে ।
স্বাধীনতা সোনার কাঠি, খোদার সুধা দান,
স্পর্শে তাহার নেচে উঠে শূন্যে দেহে প্রাণ ।
মনুষ্যত্বের বান ডেকে যায়, পশুর হৃদয়তলে,
বুক ফুলায়ে দাড়ায় ভীরু স্বাধীনতার বলে ।
দর্পভরে পদানত উচ্চ করে শির,
শক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদানে বীর ।

সারমর্মঃ

স্বাধীনতা মানুষের কাঙ্ক্ষিত পরম বস্তূ। স্বাধীনতা সোনার কাঠির চেয়েও দামী, যেন বিধাতার দান । স্বাধীনতা মানব-হৃদয়ের দুঃখ – যন্ত্রণা তিরোহিত করে সুখের সন্ধান দেয়, হৃদয়হীনের অন্তরেও জাগিয়ে তোলে মনুষ্যত্ববোধ । স্বাধীনতা মানুষের ভীরুতা দূর করে সাহসী করে তোলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!