ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল-সারাংশ / সারমর্ম

সারাংশঃ

ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল,

গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।

মুহূর্তে নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ

গড়ে যুগ যুগান্তর -অনন্ত মহান।

প্রত্যেক সামান্য ত্রূটি, ক্ষুদ্র অপরাধ,

ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ,

প্রতি করুণার দান, স্নেহপূর্ণ বাণী,

এ ধরায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি।

সারমর্মঃ

পৃথিবীর কোন ক্ষুদ্র জিনিসকেই অবহেলা করা যাবে না। কারন ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি । বিন্দু বিন্দু জল মিলিয়ে যেমন সাগর হয়ে যায়, তদ্রুপ ছোট ছোট পাপ জীবনে ধ্বংস ডেকে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!