জাতীয় কবি কাজী নজরুল ইসলামঃ মে ২৫ , ১৮৯৯-আগষ্ট ২৯ , ১৯৭৬. তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিতি। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। Read more >>> রবীন্দ্রনাথের কবিতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ছিলেন মসজিদের খাদেম। কবি নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া । তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার-অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা
আমাদের নারী
কাজী নজরুল ইসলাম
গুনে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়
রুপে লাবণ্যে মাধুরী ও শ্রীতে হুরী পরী লাজ পায় ,,
নর নহে, নারী ইসলাম পরে প্রথম আনে ঈমান,
আম্মা খাদিজা জগতে সর্ব-প্রথম মুসলমান,
পুরুষের সব গৌরবস্নান এক এই মহিমায় !!,,
নবী নন্দিনী ফাতেমা মোদের সতী নারীদের রাণী
যার ত্যাগ সেবা স্নেহ ছিল মরুভূমে কওসর পানি,
যাঁর গুণ-গাথা ঘরে ঘরে প্রতি নর-নারী আজো গায় !!,,
রহিমার মত মহিমা কাহার, তাঁর সম সতী কেবা,
নারী নয় যেন মূর্তি ধরিয়া এসেছিল পতি সেবা
মোদের খাওয়ালা জগতের আলা বীরত্বে গরিমায় !!,,
রাজ্য শাসনে রিজিয়ার নাম ইতিহাসে অক্ষয়,
শৌর্যে সাহসে চাঁদ সুলতানা বিশ্বের বিস্ময় !!,,
জেবুন্নেসার তুলনায় কোথায় জ্ঞানের তাপস্যার !!,,
বার বছরের বালিকা লায়লা ওহাবীব দলপতি
মোদের সাকিনা জাহানারা যেন ধৈর্য মূর্তিমতী
সে গৌরবের বন্দিনী হলো সহসা আলোর মেয়ে,,
সেই দিন হতে ইসলাম গেল গ্লানির কালিতে ছেয়ে
লক্ষ খালিদা আসিবে, যদি এ নারীরা মুক্তি পায় !!,,
আশা
কাজী নজরুল ইসলাম
হয়ত তোমার পাব দেখা,
যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা,,
ঐ সুদূরের গাঁয়ের মাঠে, আলোর পথে বিজন ঘাটে,
হয়ত এসে মুচকি হেসে
ধরবে আমার হাতটি একা !!,,
ঐ নীলের ঐ গহন-পারে ঘোমটা -হারা তোমার চাওয়া,
আনলে খবর গোপন দূতী দিকপারের ঐ দখিনা হাওয়া !!,,
বনের ফাঁকে দুষ্টূ তুমি
আসে-যাবে নয়্না চুমি
সেই সে কথা লিখছে হেতা
দিগ্বলয়ের অরুণ-লেখা !!,,,,
চল্ চল্ চ্ল
কাজী নজরুল ইসলাম
চল্ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্ !!,,,,
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটিব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল !!,,,,
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নতুন প্রাণ !!,,
বাহুতে নবীন বল !!,,,,
চলরে নওজোয়ান
শোনরে পাতিয়া কান
মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে
জীবনের আহবান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্ !!,,,,