রবীন্দ্রনাথের কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ কবি রবীন্দ্রনাথের কবিতা। আশা করছি আপনাদের কাছে পড়ে অনেক ভালো লাগবে। আরো পড়ুন>>> জীবনানন্দ দাশের কবিতা
রবীন্দ্রনাথের কবিতা
অচল স্মৃতি
আমার হৃদয় ভূমি-মাঝখানে
জাগিয়া রয়েছে নিতি
অচল ধবল শৈল-সমান
একটি অচল স্মৃতি !!”””
প্রতিদিন ঘিরি ঘিরি
সে নীরব হিমগিরি
আমার দিবস আমার রজনী
আসিছে যেতেছে ফিরি !!”””
যেখানে চরণ রেখেছে সে মোর
মর্ম গভীরতম-
উন্নত শির রয়েছে তুলিয়া
সবল উচ্চে মম !!””
মোর কল্পনা শত
রঙিন মেঘের মতো
তাহারে ঘেরিয়ে হাসিছে কাঁদিছে
সোহাগে হতেছে নত !!”””
রবীন্দ্রনাথের কবিতা
অক্ষমা
যেখানে এসেছি আমি, আমি সেথাকার
দরিদ্র সন্তান আমি দিন ধরণীর ,,,,,
জন্মবধি যা পেয়েছি সুখদুঃখভার
বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির !!””
অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে
হে শ্যামলা সর্বসহা জননী মৃম্ময়ী ,,,,
সকলের মুখে অন্ন চাহিস জোগাতে
পারিস নে কত বার- ‘ কই আর কই ‘
কাঁদে তোর সন্তানেরা ম্লান শুল্ক মুখ !!””
জানি মাগো, তোর হাতে অস্পূর্ণ সুখ
যা কিছু গড়িয়া দিস ভেঙে ভেঙে যায় ,,,,
সব-তাতে হাত দেয় মৃত্যু সর্বভুক,
সব আশা মিটাইতে পারিস নে হায়-
তা বলে কি ছেড়ে যাব তোর তপ্ত বুক !!””
রবীন্দ্রনাথের কবিতা
অচেনা
তোমারে আমি কখনো চিনি নাকো
লুকানো নহ, তবু লুকানো থাকো !
ছবির মতো ভাবনা পরশিয়া
একটু আছ মনেরে হরষিয়া !!””
অনেক দিন দিয়েছ তুমি দেখা
বসেছ পাশে, তবুও আমি একা !!””
আমার কাছে রহিলে বিদেশিনী
লইলে শধু নয়ন মম জিনি !!””
বেদনা কিছু আছে বা তব মনে
সে ব্যাথা ঢাকে তোমারে আবরণে ,,,,
শূন্য-প্রানে চাহিয়া থাকো তুমি
নিশ্বসিয়া উঠে কাননভূমি !!””
মৌন তব কী কথা বলে বুঝি
অর্থ তারি বেড়াই মনে খুজি ,,,,
চলিয়া যাও তখন মনে বাজে
চিনি না আমি, তোমারে চিনি না যে !!””
রবীন্দ্রনাথের কবিতা
অধিকার
অধিকার বেশি কার বনের উপর
সেই তর্কে বেলা হল, বাজিল দুপুর ,,,,
বকুল কহিল, শুন বান্ধব সকল
গন্ধে আমি সর্ব বন করেছি দখল !!””
পলাশ কহিল শুনি মস্তক নাড়িয়া
বর্ণে আমি দিকবিদিক, রেখেছি কাড়িয়া !!””
গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব
গন্ধে ও শোভায় বলে আমারি প্রভাব !!””
কচু কহে গন্ধ শোভা নিয়ে খাও দুয়ে
হেথা আমি অধিকার গাড়িয়াছি ভুঁয়ে !!””
মাটির ভিতরে তার দখল প্রচুর
প্রত্যক্ষ প্রমাণে জিত হইল কচুর !!””