থানকুনি পাতার উপকারিতাঃ আমরা অনেকে থানকুনি পাতা ঠিকভাবে চিনি না অনেকে আছে কখনো নাম পর্যন্ত শুনেনি। থানকুনি পাতা হচ্ছে মুলত ঔষধি গাছ। থানকুনি পাতার উপকারিতা অনেক।
থানকুনি পাতার উপকারিতা
১. হজমশক্তি বৃদ্ধি করে।
২. জ্বর কমায়।
৩. গ্যাস্ট্রিক দূর করে।
৪. পেটের পীড়া ভাল করে।
৫. খুশখুশে কাশি উপশম করে।
৬. আমাশয় ভাল করে।
৭. লিভারের সমস্যা দূর করে।
৮. রক্ত দূষণ প্রতিরোধ কার্যকরী ভূমিকা রাখে।