বৃষ্টির কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর ও মজার বৃষ্টির কবিতা। আপনাদের কাছে পড়তে পেরে আশা করছি অনেক ভালো লাগবে। আরো পড়ুন>>> বৃষ্টির কবিতা বর্ষার কবিতা
বৃষ্টির কবিতা
টাপুর টুপুর বৃষ্টি
রুম ঝুমা ঝুম বৃষ্টি,,
কি অপরূপ সৃষ্টি
দেখে জুড়ায় দৃষ্টি,,
বৃষ্টি যেন পায়ে নুপুর
বাজে যেনো রুমুর ঝুমুর,
বৃষ্টি পড়ে উপর থেকে
বৃষ্টি পড়ে নুপুরের তালে,,
বৃষ্টি পড়ে বাসার ছাদে
বৃষ্টি পড়ে ঘরের চালে,
বৃষ্টি পড়ে গাছের ডালে
বৃষ্টি পড়ে নুপুরের তালে..!!
বৃষ্টির ঝুম ঝুম শব্দে যখন
ভাঙবে আমার ঘুম !!
এমন সময় রাজকুমারী এসে
কপালে একো চুম !!
টিপ টিপ বৃষ্টি
ঝরছে অঝোর ধারায়,
মনটা আমার ভাসিয়ে দিলাম
নীল আকাশের ভেলায় !!
বৃষ্টি ভেজা পায়ে যখন
সামনে আসবে তুমি !!
তোমার উদাস চাহনি দেখে
তাকিয়ে থাকবো আমি !!
মেঘের ওই গর্জন যখন
জড়িয়ে ধরবে আমায়
বলব আমি ভয় পেয়ো না
পাশে আছি তোমার !!
কাঁদো কাঁদো কন্ঠে যখন
বলবে ভয় পেয়েছি আমি
তখন তোমায় আলতো ছুয়েঁ বলব
বৃষ্টির ছন্দে হারানো তুমি আমার
রাজকুমারী !!!!
বৃষ্টির কবিতা
টিপ টিপ বৃষ্টি পরে,
একা বসে আছি ঘরে,
তুমি আছো কেমন করে,
জানাও আমায় এস এস এস করে,
তোমার কথা মনে করে,
মেসেজ দিলাম সেন্ট করে !!!!
আজ বর্ষা এলো,
ফরসা আকাশ মেঘলা হোলো,
নামছে এখন বৃষ্টি,
আমার কথা মনে পড়লে
জানালায় রাখো দৃষ্টি !!!!
বৃষ্টি ভেজা বরষা দিনে….
খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি….
বৃষ্টির রিমঝিম এই ক্ষনে ?
বৃষ্টির কবিতা
মেঘলা মেঘলা আকাশ….
ঠান্ডা ঠান্ডা বাতাস….
বৃষ্টি ভেজা গা….
পানিতে ভেজা পা….
বৃষ্টি থামেনা….
চারদিকে জল….
পা সামলে চল !!!!
বৃষ্টি পড়ে টুপটাপ
তবু মেয়ে চুপচাপ
রক্ত ঠোঁটে অগোচরে
বৃষ্টি আঁকে জলছাপ
বৃষ্টি পড়ে সিক্ত গায়ে
শরীর ছুয়েঁ নগ্ন পায়ে
সারা অঙ্গ তুলে কাঁপন
বৃষ্টি আঁকে বিজ্ঞাপনতন্বীদেহে
জলের ধারা,,,,
অকারনে দিশেহারা
সিক্ত দেহের বাঁকে বাঁকে
বৃষ্টি জলের নকশা আকেঁ !!!!
ওরে আমার দুরের মানুষ
তুই আবার কাছে আয়
আমাকে একটু জড়িয়ে ধর
এই ঘোরলাগা সন্ধায়
জানালার কাঁচে বৃষ্টির ছাট
কফির কাপে শেষ চুমুক
আমার কাঁটি ভিজিয়ে দিয়ে
তোর অভিমান একটু কমুক !!!!
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি ভেজায় ক্ষণ
আমার শহরে ভিজতে এসো
বৃষ্টির নিমন্ত্রণ !!
ঝুম বৃষ্টিতে ভিজবে তুমি
ভিজবে তোমার মন
বৃষ্টির কাছে করবে তুমি
আত্ম সমর্পণ !!
চোখের বিষাদ মুছে যাবে
দুঃখ যাবে ধুয়ে
তোমার চোখের পাতা যদি
বৃষ্টি দেয়গো ছুঁয়ে !!!!
বৃষ্টির কবিতা
টাপুর টুপুর বৃষ্টির দিন
তুমি ছাড়া অর্থহীন
ভেজা মনে ভেজা হাওয়া
অবাধে করে আসা যাওয়া
দুঃখ বুকে অন্তহীন
মেঘের সাথে বলছি কথা
গোপন কষ্ট গোপন ব্যথা
মেঘ তবু উদাসীন
তোমায় ছাড়া একা থাকা
চোখের জলে নকশা আঁকা
বুকের ভিতর চিনচিন
নিয়তি আমায় করেছে যেন
বৃষ্টির জলে অন্তরীন !!!!
আকাশে আজ মেঘ জমেছে,
রাগ করেছে ভারী,
আজ নাকি সারাদিন,
রোদের সাথে আরি !!
রোদটাও খুব অভিমানী,
উঠতে নাহি চায়,
এই সুযোগে বৃষ্টি নাকি,
দারুন মজা পায় !!!!
কদমে কদমে ভরে গেছে চারপাশ
এলো বুঝি বর্ষার মাস
নদী নালা থৈ থৈ, বন্ধু তুমি আছো কই,
মাঝে মাঝে সূর্য্য দেয় উকি ঝুঁকি,
বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাকিঁ !!!!
বৃষ্টির মাঝে সকাল সাজে,
মেঘের শব্দ কানেতে বাজে,
তোমার স্মৃতি বুকের মাঝে,
মনের ভিতর ঘন্টা বাজে,
তাই জীবন কাটাবো প্রেমহীন,
ভবিষ্যৎ হবে রঙ্গিন
আবার এলো সেই বৃষ্টির দিন !!!!
বৃষ্টি পড়ছে স্বপ্ন জমছে আমার চোখের কোণে,
চলনা হারিয়ে যাই আজ আপন মনে,,
পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই,
আষাড় মাস কে স্বাগত জানাই !!!!
তুমি চলার পথে আমার চোখে দৃষ্টি কেন থামাও
হঠাৎ রোদ দুপুরে আমার ভিতরে বৃষ্টি কেন নামাও,,
তোমার দৃষ্টি যখন বৃষ্টি হয়ে ভিজায় আমার মন
তখন ইচ্ছে করে তোমার পাশে দাঁড়াই কিছুক্ষণ !!!!
তুমি বৃষ্টি দেখে মুগ্ধ হয়ে
বৃষ্টি জলে নামো
আমি তোমার কাছে গেলেই
হঠাৎ কেন থামো
বৃষ্টি তোমার লজ্জা ভাঙে
আমি কেন ভাঙ্গিনা
বৃষ্টিরে তুই ভিজিয়ে দে আজ
প্রিয়ার মনের আঙিনা !!!!