বৃষ্টির কবিতা বর্ষার কবিতা বা ছড়া গুলো আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে । বৃষ্টি বর্ষার কবিতা শুনে আপনাদের মন ফুরফুরে হয়ে উঠবে। Read more >>বৃষ্টির কবিতা
বৃষ্টির কবিতা বর্ষার কবিতা বা ছড়া
বৃষ্টির কবিতা বর্ষার কবিতা বা ছড়া
সবুজ ছায়া
আকাশ ভেঙে নামছে কালো বৃষ্টি ,
বৃষ্টি সে কী ?
বৃষ্টিতো নয় , আজদাহা সাপ
কুহক কপিশ কৃষ্টি ।
আকাশ দূষণ বাতাস দূষণ
দূষণ জীবনের মন
কালো রঙের কালো হাতি
পৃষ্ট সবুজ বন ।
সীসার শীসে কালো ধোঁয়া
বিষেতে জর জর ,
চক্ষু জ্বলে , ফুসফুসে চাপ
মরণ করে ভর ।
ক্ষেত্র উজাড় শূন্যগোলা
সবুজ সুধা কই ?
বাঁচার মত বসত কোথায়
কেউ কি কারো নই ?
বৃক্ষ লাগাও তবু তুমি
মৃত্যু নিকট এলে ,
কেয়ামত সে যাবেই দূরে
সবুজ ছায়া পেলে ।
বৃষ্টি
বর্ষাকালে সাত সকালে
ডাকছে কুলা ব্যাঙ ,
দল বেঁধে সব গান ধরেছে
বাজে ঘ্যাঙর ঘ্যাঙ ।
মেঘ গুড়-গুড় হুড়মুড়িয়ে
নামলো বাদল যেই
দুষ্টুমিতে খোকা খুকু
ভিজছে উঠানেই ।
জলে-কাঁদায় গড়াগড়ি
বৃষ্টি দিল কে ?
খোকা খুকু বললো হেসে
স্রষ্টা সবার যে ।
বৃষ্টির কবিতা বর্ষার কবিতা বা ছড়া
বরষার রূপ
রিম ঝিমঝিম বিষটি নিয়ে বর্ষা এলো
নদী নালা খাল বিল তলিয়ে গেলো ।
মাঠে ঘাটে নয়া পানি
ভরলো নদীর কূল ,
ঝিল পুকুর ফুটছে কতো
শাপলা শালুক ফুল ।
ভরা গাঙে পাল উড়িয়ে নৌকা চলে
আষাঢ় শ্রাবণ ছন্দ তোলে বরষা জলে ।
বিষটি পড়ে
বৃষ্টি পড়ে গাছের ডালে
নায়ের পালে
বৃষ্টি পড়ে ঘরের চালে
হাওয়ার তালে ।
বৃষ্টি পড়ে ধানের ক্ষেতে
সোনার পাটে
বৃষ্টি পড়ে মাঠে ঘাটে
গাঁয়ের হাটে ।
বৃষ্টি পড়ে রিমঝিমিয়ে
বৃষ্টি পড়ে ঝুম্
বৃষ্টি পড়ে ফোটায় ফোটায়
বৃষ্টি আনে ঘুম ।
বাদলা দিনে
পাখির মতো মেঘের কণা
উঠছে আকাশ জুড়ে ,
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
মেঘের মিনার ফুঁড়ে ।
বৃষ্টি এলে মিষ্টি মায়ায়
সূর্য থাকে ঘুমে ,
উথলে ওঠে ফুলের হাঁসি
মেঘের কণার চুমে ।
ঝাঁকে ঝাঁকে টেংরা পুঁটি
উজায় বিলে খালে ,
মাছ রাঙাটা ওঁৎ পেতে রয়
হিজল গাছের ডালে ।
নদীর বুকে জোয়ার জাগে
মিশ্র পানির মেলা
ঢেউয়ের সাথে এঁকে বেঁকে
ফুল ফুটানোর খেলা ।
উদাস করা ভাবনাগুলো
কাপন জাগায় মনে ,
বৃষ্টি ফোঁটার সজীব ছোঁয়া
সাড়া জাগায় বনে ।
উড়ু উড়ু মন যেতে চায়
বাঁধন হারার দেশে ,
টিনের চালে বাজিয়ে নূপুর
ঘুম এনে দেয় শেষে ।