হাসির কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম খুব মজার ও ভালো লাগার মতো হাসির কবিতা। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে পড়তে পেরে। আরো পড়ুন >>>হাসির কৌতুক
হাসির কবিতা
হাসির কবিতা
হাসি পেলে হাসতে পারো
হাসি পেলে হাসতে পারো
খিল খিলিয়ে হাসি,,
লক্ষ্য রাখবে মুখের ভিতর
ঢুকতে পারে মাছি..’’!
হাসি পেলে হাসতে পারো
হাসিতে নাই পাপ,
লক্ষ্য রাখবে দাতঁ গুলো
আছে কিনা ছাপ,,!
হাসি পেলে হাসতে পারো
পেলে কাতু কুতু,
লক্ষ্য রাখবেন কারো গায়ে
যেতে পারে থুতু..!
হাসি পেলে হাসতে পারো
হাসিতে নাই বাধা,
কথায় কথায় হাসলে পরে
লোকে বলে গাধা..!
বীরে বীরে লড়া লড়ি
বীরে বীরে লড়া লড়ি
হাতে হাতে, জোড়া জোড়ি
পেচা পেছি, মোড়া মোড়ি
চোখা চোখী, আড়া আড়ি
নাই যার জোড়া জোড়ি !!””
ঘুষা ঘুষি, ঠুসা ঠুসি
কুসতি কি চুল টানা টানি
দুই গালে চবা চোবী
মাটির মধ্যে গড়া গড়ি
ধুলা বালি উড়া উড়ি
হঠাৎ কি ভাড়া ভাড়ি
তর্কা তর্কি, কাড়া কাড়ি
হাতা হাতি ঝড়া ঝড়ি
বৃদ্ধাঙুল নাড়া নাড়ি
দর্শকের হুড়া হুড়ি
সোর সার গুড়া গুড়ি
জামা জুতা চিড়া চিড়ি
ইটা ঢিল ছোড়া ছুড়ি
জনতার দৌড়া দৌড়ি
টন টনে নাড়ি ভুড়ি
অশ্রূ ছাড়ে বুড়া বুড়ি
জনকর্তা তড়ি গড়ি
আদেশ করে কড়া কড়ি
আলু ক্ষেত মারা মারি
আর নয় বাড়া বাড়ী
তারপর ছাড়া ছাড়ি
দর্শকের হাত তালি
দুই জনে কোলা কুলি
!!””””””””””””””””””””””””!!
হাসির কবিতা
লাভ ইন্টারনেট
চার দিকেতে সবাই বলে
কিরে ভাই একি,,
কথায় কথায় আমি নাকি
বিরহ শুধু লেখি !!””
কেউবা আবার ঠাট্রায় বলে
খেয়েছি আমি ছ্যাক
প্রেম আছে কি জগৎ জুড়ে
তোরাই ভেবে দেখ !
পাগল নাকি তুমি
আরজু আক্তার সুমি
পাগল নাকি তুমি,,
ভাতের সাথে চুন দিয়া
নুন দিয়া খাও পান
পড়া লেখা পারনা তাই
স্যারে ধরায় কান !!””””
আরজু আক্তার সুমি
ছাগল মিয়ার মামি,,
দিনে রাতে ঘুমাও তুমি
নাকে দিয়ে তেল
এক ক্লাশে মার তুমি
চার চার বার ফেল !!””
আরজু আক্তার সুমি
দেখলে আসে বমী,,
হাসি তোমার গরুর মতো
ফিলে চমকে যায়
হাটো তুমি ঘোড়ার মতো
টক টকা টক হায় !!””
আরজু আক্তার সুমি
ভালোবাসার ভূমি,,
হাজার হাজার ছেলের সাথে
কর তুমি প্রেম
দিবা নিশি খেল তুমি
লাভ লাভ গেম
!!!!””””””””””””””!!!!
ডোন্ট মাইন্ডের মেয়ে
আরবী নামের ঐ মেয়েটির
প্রেম তলিতে বাড়ি,,
ডজন ছেলের প্রেমীকা সে যে
লাভার কাড়ি কাড়ি !!””
তার মতো ভাগ্য নিয়ে
জন্মেচ্ছে কে আর বলো,,
সুন্দর ঐ রুপ দেখিয়ে
কত কি-ই-না পেল !!””
মানিক তারে পার্কে ঘুরায়
সামাদ দেখায় ছবি,,
মহিদ তারে শাড়ি কিনে দেয়
কেসেট কিনে দেয় নাহিদ !!””
কেউ যদি গো তারে বলে
এসো বাদাম খাই,,
ডোন্ট মাইন্ডের মেয়ে সে যে
কোন কিছুই না নাই !!””
চায়নীজে যায় কালুর সাথে
মার্কেটে নেয় কাওসার,,
জন্মদিনে ঈদের দিনে
পায় সে নানা উপহার !!””
হাসির কবিতা
যা হয়নি বলা
কলেজ শেষে, বাসে ঠেসে
যাচ্ছি বাড়ি, তাড়াতাড়ি
বাড়ির মাঝে রুপসী সাজে
একটি মেয়ে দেখেছি ছেয়ে,,
শ্যামলা বরন কাজল নয়ন
গোলাপ ঠোটে হাসি ফুটে
হাসি মানে হৃদয় টানে
চুল ছাড়া মন কাড়া !!””
তার রুপেতে মন কুপেতে
ধরা পড়েছি তার হয়েছি,,
এতো দিনে মনের বিনে
লোক পেয়েছি ভালোবেসেছি
হৃদয় দিয়ে স্বপ্ন দিয়ে
তার চেয়েছি আপন মেনেছি
ভাবছি যখন বাসটি তখন
থামলো হঠাৎ হৃদয় পটাৎ
এখানে এসে নামলো হেসে
চোখ দিয়ে জানালা দিয়ে
দেখি তাকিয়ে কোমর বাকিয়ে
যাচ্ছে চলে হৃদয় তলে
আগুন জ্বলে দলে দলে
একি হলো এলো মেলো !!
!!””””””””””””””””””””””””””””!!
হাসির কবিতা
গরীলারে গরীলা কি কাম করিলা
গরীলারে গরীলা কি কাম করিলা
গাছের ডালে বসিলা
ডাল ভেঙে পরিলা
গরীলারে গরীলা কি কাম করিলা !!””
খালার ছেলে খালাতো ভাই
খালার ছেলে খালাতো ভাই
তোমায় নিয়ে জ্বালাতো ভাই
গলায় কাটার মালাতো ভাই
প্রেম প্রেম আর খেলবো কত
আমায় নিয়ে পালাতো ভাই !!””
মামার ছেলে মামাতো ভাই
দিলটা পুড়ে তামাতো ভাই
লুকোচুরি থামাতো ভাই
মাথায় প্রেমের ভুত চড়েছে
এবার একটু নামাতো ভাই “”!!
চাচার ছেলে চাচাতো ভাই
কথা বলি হাচাতো ভাই
প্রেমে বড়ো কাচাতো ভাই
আমায় একটু কোলে নিয়ে
মনের সুখে নাচাতো ভাই “”!!
ফুফার ছেলে ফুফাতো ভাই
তুই যে সোনা রোপাতো ভাই
ধরে আছি ধুপাতো ভাই
ভালোবেসে তোর হৃদয়ে আমায় একটু ছুপাতো ভাই !!””
হাসির কবিতা
পন্ডিত মশাই
পন্ডিত মশাই চলছে বাড়ী
মুখে সাদা গুচি দাড়ি,,
চিপ চিপে তার গড়ন খানী
রংটি দেহের কালো !!
সাথে ছাতি হাতে পুথিঁ
ঢিলে জামা পরে ধুতি
নাকের ডগায় চশমা এটে
মাঠ পথে চলল হেটে !!
হস্ত নেড়ে চলছে তেড়ে, দেখায় কত ভালো
হঠাৎ করে দমকা হাওয়া
দক্ষিন মুখে করল দাওয়া
খুলে পড়ে ধুতি তাহার
ধরতে গেলে উড়ায় ছাতা
এটা কুড়ায় সেটা গড়ায়
বিষন রুপে কেবল দৌড়ায়
দেয়া ডাকে গর গরে
কাপে ভূইরগা থর থরে !!””
টিভির রিপোর্ট
হাটতে গিয়ে লোকটা যখন
ম্যানহোলেতে পড়লো
অমনি টিভির রিপোটার
ক্যামরাটা ধরলো ””””
বলুন বলুন লাগছে কেমন
দোষ দিতে চান কাকে
ম্যানহোলেরই দুর্গন্ধ
লাগছে কেমন নাকে “”
ম্যানহোলেতে পড়ে যাওয়ার
অভিজ্ঞতার ঝুলি !
দিন না খুলে ক্যামরাতে
দৃশ্য খানা তুলি !
বলুন তবে ম্যানহোলেতে গভীরতা কত
লোকটা বলে ক্লিনিকে নিন সারাই আগে ক্ষত !!”””
হারাধনের দশটি ছেলে
হারাধনের দশটি ছেলে
একটি বেড়ায় পাখা মেলে ,
একটি ছেলে টিভির নায়ক ”
একটা ব্যান্ড দলের গায়ক ””
একটা ছেলে হিরো হিরো “””
একজনা পায় অংকে জিরো “”””
হোন্ডা চেপে ঘোরে একটা “””””””
দাড়িয়ে থাকে পথের মোড়ে ”””””””””
একটা ছেলে দুবাই থাকে “””””””””””””
একটা হাতে উলকি আকে “”””””””””””””””
একটা ঘুমায় দিনের বেলা “””””””””””””””””””
একটা খেলে ক্রিকেট খেলা “””””””””””””””””””””
একটা থাকে নৃত্যরত “””””””””””””””””””””””””
দশটা ছেলের কান্ড কত “”””””””””””””””””””””””””””
মানুষ হবে সুযোগ পেলে ””””””””””””””””””””””””””””””””””
আরো পড়ুন>>> oboshtan lyrics