হাসির কৌতুক : আপনাদের জন্য আমি অনেক সুন্দর সুন্দর ও মজার বাংলা জোকস অথবা হাসির কৌতুক নিয়ে এসেছি । আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আরো পড়ুন >>> বাংলা জোকস
হাসির কৌতুক
একদিন এক লোক যাত্রা শুনতে গেছে এমন সময় তার চাকর ছুটতে ছুটতে এসে বললো সাহেব কথায় আপনি শুনুন !! জলদি আসুন দেখে যান , চোর আপনার ঘরে এসে সব চুরি করে নিয়ে গেছে । লোকটি তখন যাত্রার পুরোপুরি মগ্ন হয়ে ছিল । সে চাকরকে দমকি দিয়ে বললো দুর ব্যাটা চোর ঘরে ঢুকবে কি করে ঘরের চাবিতো আমার কাছে !!!
একটি ছেলের বয়স যখন কম তখন তার বাবা মারা যায় , তাদের প্রতিবেশী তখন তার জন্যে আপসোস করে বললো আহারে অল্প বয়সেই বাপ কে হারালো , ওর দিকে তাকাতে কান্না পায় । ছেলেটি তখন সে প্রতিবেশীকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো বাবাও তাই বলে গেছেন , আমি মারা গেলে আমার জন্য শেয়াল কুকুর কাঁদবে !!!
অন্ধকার রাস্তায় দুজন ষন্ডা মার্কা গোছের লোক এসে এক পথচারিকে বলে একটা সিকি ধার দিবেন তিন মিনিটের জন্যে !! পথচারি বললো কী করবে সিকি নিয়ে আমরা টস্ করে দেখবো , আপনার ঘড়ি-আংটি মানিব্যাগ কে নেবে !
একদিন এক সঙ্গীত শিক্ষক তাঁর এক ছাত্রের কাছে জানতে চাইলো তুমি কোন তালটা ভালো বোঝ ?
ছাত্র বললো জি হরতাল !!!
বিচারক চোরকে : এই নিয়ে পাঁচ পাঁচ বার তুমি আমার সামনে এলে এবার তোমাকে কি করি বলো ??
চোর : হুজুর , তা-ও কিন্তু আমি আপনার চাইতে ভালো আছি আমিতো মাত্র পাঁচ বার এখানে এলাম কিন্তুু আপনাকে এখানে রোজই আসতে হয় !!!
উকিল : সেকি ম্যাডাম ? আপনার স্বামীতো পাঁচ বছর আগে মারা গেছেন । তাহলে আবার আপনার একটি চার বছরের , আর একটি দু , বছরের বাচ্ছা এল কোথা থেকে ?
ভদ্র মহিলা ( রাগানিত ভাবে ) : তা আমি তো বেঁচে আছি , না কি !!!
মা ছেলেকে উপদেশ দিচ্ছে আখ খেতে । এতে দাঁতের মাড়ি শক্ত হয় ।
ছেলে আখ চিবুতে চিবুতে প্রশ্ন করে এতে দাঁতের মাড়ি যদি শক্ত হয় তাহলে
বুড়ো দাদি মাকে দিলে কেমন হয় !!!
রামবাবুর মাথায় জল পড়তেই রামবাবু চিৎকার করিয়া বলিলো কেরে জল ফেলে ?
তাহার স্ত্রী তর্জন গর্জন করিয়া উঠে আর বলে জল না এইতো খোকার মুত , রামবাবু ভয়ে বলে তাও ঠিক আছে আমি ভাবলাম জল !!!
হাসির কৌতুক
করিমমিয়ার মূলার ক্ষেত ! পোকায় খেয়ে শেষ করে দিচ্ছে ! তাই সে গেল কৃষিবিশেষজ্ঞের কাছে !
করিমমিয়াঃ ডাক্তার সাহেব, আমার মূলার ক্ষেততো পোকায় খেয়ে শেষ করে দিল! এখন কি করি ?
কৃষিবিশেষজ্ঞঃ আপনি এক কাজ করুন ! পুরো ক্ষেতে নুন ছিটিয়ে দিন !
করিমমিয়াঃ আহা ! কি বলছেন ডাক্তার সাহেব ! নুন ছাড়াইতো খেয়ে শেষ করে ফেলছে নুন দিলেতো কথাই নেই !!
একলোক এক ভিক্ষুক কে বললো এই যে তুমি যে ভিক্ষা চাইছো, কিভাবে বুঝবো তুমি কানা ?
ভিক্ষুকঃ এই যে দূরে একটা গরু দেখতেছেন, ওইটা আমি দেখতাছি না !!
আবুল তার বউকে নিয়ে এক কফি শপে গেল !
আবুলঃ কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে !
বউঃ হোক, সমস্যা কি ?
আবুলঃ আরে, মূল্য তালিকা দেখো ! হট কফি-২০ টাকা, কোল্ড কফি-৫০ টাকা !
ঠান্ডা হয়ে গেলে অযথা ৩০ টাকা বেশি দিতে হবে !!!!
দুই বন্ধুর সাথে কথা হচ্ছে !
১ম বন্ধুঃ কিরে এবারের ঈদে তোর ব্যবসা কেমন চলছে !
২য় বন্ধূঃ ব্যবসা তো পা থেকে মাথায় উঠেছে !
১ম বন্ধুঃ মানে ?
২য় বন্ধুঃ আরে বুঝলিনা আগে করতাম জুতার ব্যবসা এখন করি টুপির ব্যবসা !!!!
দুই বিবাহিত বন্ধুর মধ্যে কথা হচ্ছে !
হাশেমঃ আচ্ছা কাশেম বলতো সিনেমার জীবন আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কি ?
কাশেমঃ এইটা বুঝলি না ! সিনেমায় অনেক ঝকিঝামেলার পর বিয়ে করতে হয় আর বাস্তবে বিয়ের পর ঝকিঝামেলা শুরু হয় !!!!
শফিক সাহেবঃ আমি আগামি মাসে যৌতুক বিরোধী আন্দোলনে নামব ! কী বলেন ?
রফিক সাহেবঃ এ মাসে নামবেন না কেন ?
শফিক সাহেবঃ এ মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে মেয়ের বিয়ে তো, তাই !!!!
জন্মবার্ষিকীতে একজন শতায়ূ বৃদ্ধাকে জিজ্ঞেস করা হল তাঁর এই দীর্ঘ্য জীবনের গোপন রহস্য কী ?
বৃদ্ধা বলেন, এখনই ঠিক বলা যাচ্ছে না ! কারন এখন একটা ভিটামিন পিল কোম্পানি, একটা আয়ুর্বেদ কোম্পানি আর একটা ফ্রূট জুস ফ্যাক্টরির সাথে দরদাম চলছে !!!!
রোগীঃ আজ বুঝতে পারছি সামান্য জ্বর যে কত ভয়াবহ হতে পারে !!
ডাক্তারঃ কিভাবে বুঝলেন ?
রোগীঃ আপনার বিলের কাগজটা দেখে !!!!