ফেনীর আঞ্চলিক ছড়া ও কবিতা

ফেনীর আঞ্চলিক ছড়া ও কবিতাঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম মজার সব ভালো লাগার মতো ফেনীর আঞ্চলিক ছড়া ও কবিতা। আমার কাছে পড়তে পেরে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

                                                                                                           আরো পড়ুন>>> বাংলা কবিতা

ফেনীর আঞ্চলিক ছড়া ও কবিতা

ফেনীর আঞ্চলিক ছড়া ও কবিতা

ফেনীর আঞ্চলিক ছড়া ও কবিতা

স্টার লাইনের জানালা খুলি
এমুই হিমুই রেনি,,
এইত্তো আইয়ের মইয়াল
আন্ডা টাউন হেনি..!!

আ হায়রে হেনির আসমান
কি সুন্দর নীল,,
হেনির বাতাস টাইনলে বুকে
ঠান্ডা যে অয় দিল..!!

কইরে আর রাজাইল দীঘি
কইরে বিরিসিং,,
হেনির কথা মনে হইড়লে
বুক করে চিন চিন..!!

খোদার তৈয়ার আসমান চীজ
কিন্তু কি তার গুন,,
হেনির চাঁন্দের আলো বেশি
অইন্ন চাঁন্দের তুন..!!

দিনের রইদ কি মিড়ামিড়া
সইয্য মামা আসে,,
বেয়ান বেলায় আইঁটতে কি সুখ
খোয়া ঝরা ঘাসে..!!

চান্দি হইরা রাতের বেলা
কিচ্ছা হুনিকার,,
রইসসা কন্ডে আবুল জেডা
কন্ডে আছে আর..!!

হেনির ডাবে ঠান্ডা হরান
কিয়ের কোকাকোলা,,
হেনির দরদ বুইঝবো কে আর
বুইঝবো হেনির হোলা..!!

হেনি আন্ডা এইচ্ছা আপন
যেইচ্ছা আপন মায়,,
হেনি ছাড়ি বাইরে গেলে
কইলজা খব-খবায়..!!

শরীল থাকে আমেরিকা
ফেরান্স সিঙাহুরে,,
হেনি জেলার কোনায় কোনায়
মন যে খালি ঘুরে..!!

হেনি ছাড়ি এদেশ হেদেশ
যত্তো দুরে যাই,,
বুকের বিত্তের হরান কান্দে
আঁর হেনির লাই..!!

ঢাকায় থাকি ক্যালেন্ডারের
হাতায় থাকি রেনি,,
কন সময়ে দেখমু আবার
আঁর হরানের হেনি..!!

ধানের মাঠে

ওরে খোকা ওরে খুকি
কইরে তোরা কই,
পোটলা ভরা ধান কুঁড়িয়ে
আনলে কিরে খই..!

আমায় নেবে তোদের সাথে
ধান কুঁড়ানোর মাঠে,
আনন্দেতে দুলব সবে
সবুজ ছায়ায় হেঁটে।

ঐ মাঠেতে রঙিন ঘুড়ি
উঠে শত শত,,
সাঁঝের বেলায় খেলা করে
আছে শিশু যত,,

ঐ মাঠেতে গরু চড়ায়
রাখাল ছেলে এসে
রাখালীরা তোপাভাতি
খেলে বেলা শেষে..!

ঐ মাঠেতে জমবে এবার
প্রজাপতির মেলা,
তাদের কথায় গল্প গানে
পেরিয়ে যাবে বেলা..!!

মা

মাগো তোমায় সম্মান করি
আছো হৃদয় মাঝে,,
মাগো তোমায় মনে রাখি
সকাল দুপুর সাঁঝে।

মাগো তুমি আমার কাছে
অন্ধকারের আলো,,
মাগো তোমায় বাসি আমি
সবার চেয়ে ভালো..!

মাগো তুমি দূরে গেলে
লাগে বড় একা,,
মাগো তোমায় ছাড়া আমার
জগত হত না দেখা..!

মাগো তুমি কষ্ট পেয়ে
দেখালে জগতের আলো,
মাগো তোমায় পারি যেনো
সর্বদা রাখতে ভালো..!

মাগো তোমার মতো আপন
আরতো কেহ নাই,,
মরার আগে মাগো যেনো
তোমায় দেখতে পাই..!!

ফেনীর আঞ্চলিক ছড়া ও কবিতা

নতুনের ডাক

পেছন ফিরে তাকাবার আর
সময় কোথায় বল,,
নতুন দিনের নতুন আশায়
সম্মুখপানে চল..!

নতুন ভোরের আলোয় তোরে
যাচ্ছে দিয়ে ডাক,,
অমানিশায় রাত্রি ছিড়ে
নতুন আলোর হাঁক..!

পেছন ফিরে তাকাবার আর
নেইরে কোন কাজ,,
অতীত ভুলে সামনে এগোও
ঝেড়ে সকল লাজ..!

দিক দিগন্তে ছড়িয়ে দে তোর
নতুন আশার বানী,,
ভুলে যা সব ক্লান্তি হতাশা
ব্যর্থতারই গ্লানি..!!

নতুন দিনের নতুন আশায়
যারে আবার লাগে,,
নতুন ভোরের আযান শুনে
উঠরে আবার জেগে..!!

আমার বাংলাদেশ

সোনার দেশের মানুষ মোরা
সোনার মতো খাঁটি,,
মাঠ ভরা সবুজ ফসল
সোনার মতো মাটি..!

রাতের বেলায় শেয়াল ডাকে
দিনের বেলায় কাক,,
বিলের মাঝে উড়ে বেড়ায়
সাদা বকের ঝাঁক..!

সন্ধা হলে ঝিঁঝিঁর ডাকে
অবোশ করে কান,,
তেতুঁল গাছে হুতুম পেচাঁ
করছে বসে ভান..!

নিঝুম রাতে দূর আকাশে
বইছে তারার মেলা,,
আধার রাতে জোনাক পোকা
করছে আলোর খেলা..!

এমন ছবি পাবে নাকো ভাই
অন্য কোন দেশে,,
দেখতে চাইলে চলে এসো
আমার বাংলাদেশে..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!