কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম মন রাঙানোর মত সুন্দর সুন্দর কবিতা। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আরো পড়ুন>>> বাংলা কবিতা
কবিতা
বৃষ্টির ছড়া
ফররুখ আহমদ
বৃষ্টি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে !!
নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে !!!!
গাঁয়ের নামটি হাটখোলা,
বিষটি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা !!
মেঘের আধাঁর মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে !!!!
কবিতা
ঝুমকো জবা
ফররুখ আহমদ
ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল !!
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জমা হাওয়ায় দোলে
সেই দুলুনির তালে তালে,
মন উঠে যায় ডালে ডালে !!!!
কবিতা
কে
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বল দেখি এ জগতে ধার্মিক কে হয়,
সর্ব জীবে দয়া যার, ধার্মিক সে হয় !!
বল দেখি এ জগতে সুখী বলি কারে,
সতত আরোগী যেই, সুখী বলি তারে !!
বল দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে,
হিতাহিত বোধ যার, বিজ্ঞ বলি তারে !!
বল দেখি এ জগতে ধীর বলি কারে,
বিপদে যে স্থীর থাকে, ধীর বলি তারে !!
বল দেখি এ জগতে মূর্খ বলি কারে,
নিজ কার্য নষ্ট করে, মূর্খ বলি তারে !!
বল দেখি এ জগতে সাধু বলি কারে,
পরের যে ভাল করে, সাধু বলি তারে !!
বল দেখি এ জগতে জ্ঞানী বলি কারে,
নিজ বোধ আছে যার জ্ঞানী বলি তারে !!!!
কোন দেশে
সত্যেন্দ্রনাথ দত্ত
কোন দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল ?
কোন দেশেতে চলতে গেলেই
দলতে হয় রে দুর্বা কোমল?
কোথায় ফলে সোনার ফসল,
সোনার কমল ফোটেরে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে
কোথায় ডাকে দোয়েল-শ্যামা
ফিঙে নাচে গাছে গাছে?
কোথায় জলে মরাল চলে,
মরালী তার পাছে পাছে?
বাবুই কোথা বাসা বোনে,
চাতক বারি যাচে রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে !!!!
খাঁটি সোনা
সত্যেন্দ্রনাথ দত্ত
মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি !!!!
চন্দনেরি গন্ধভরা,
শীতল করা , ক্লান্তি-হরা
যেখানে তার অঙ্গ রাখি
সেখানটিতেই শীতল পাটি !!!!
শিয়রে তার সূর এসে
সোনার কাঠি ছোঁয়ায় হেসে,
নিদ-মহলে জ্যোৎস্না নিতি
বুলায় পায়ে রুপার কাঠি !!
নাগের বাঘের পাহারাতে
হচ্ছে বদল দিনে রাতে,
পাহাড় তারে আড়াল করে
সাগর সে তার ধোয়ায় পাটি !!!!
নারিকেলের গোপন কোষে
অন্ন-পানী যোগায় গো সে,
কোল ভরা তার কনক ধানে
আটটি শীষে বাঁধা আটিঁ !!
মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি !!!!
ইচ্ছা
আহসান হাবীব
মনারে মনা কোথায় যাস?
বিলের ধারে কাটব ঘাস !!
ঘাস কি হবে?
বেচব কাল,
চিকন সুতোর কিনব জাল !!
জাল কি হবে?
নদীর বাঁকে
মাছ ধরব ঝাঁকে ঝাঁকে !!
মাছ কি হবে?
বেচব হাটে,
কিনব শাড়ি পাটে পাটে !!
বোনকে দেব পাটের শাড়ি,
মাকে দেব রঙ্গিন হাঁড়ি !!!!