একুশের কবিতা

একুশের কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম মাতৃভাষা নিয়ে লেখা অনেক সুন্দর সুন্দর একুশের কবিতা । আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।                                                                                                                                                                        আরো পড়ুন >>> রচনা: একুশে ফ্রেব্রুয়ারী

একুশের কবিতা

একুশের কবিতা

ফেব্রূয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে বৃষ্টি কথায় ?
বরকতের রক্ত !!””

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কূস্নচূড়ার ডাল যে !!

প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা !!””

চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিলো যে অগ্নি,
ফেব্রূয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী !!””

প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে !!””

একুশের কবিতা

মাতৃভাষা

মাতৃভাষা

ঐ পাখিটির ভাষা ছিল কথা বলার
পাখিটির ভাষা ছিল ভালবাসার ,,,,
এ দেশ থেকে ওদেশ ঘুরতে ঘুরতে
নরম জোসনায় উড়তে উড়তে,
কখনো আমার দেশ, কখনো তোমার দেশ !!

কখনো আবার ডানা মেলে অন্য কারো দেশ !!
একটাই ভাষা তার নিজের আপনার
সকলেই বোঝে যেন সব কথা তার !!

সকালের পৃথিবী শোনে কান পেতে প্রভাতির সুর
আর বিকেলের গোধূলী শোনে কাকলির রব সুমধুর !!””

ভাবি ! এমন মধুর ভাষা সে কোন খানে পেল ?
যে ভাষায় সব কথা হার মেনে গেলো ,,
আমাদের ভাষা কম তাই কম কথা বলি,
এর ভাষা ওর ভাষা ধার করে চলি !!”

আপন মাতৃভাষায় কথা বলা দায়,
বুঝি অন্যের ভাষা বিনে নেইকো উপায় !!””

তবে কি মিছে ছিলো শহীদের দান
এতোটা রক্ত ক্ষয় এতো অপমান ,
যে ভাষার বিপ্লব ইতিহাস গড়ে,
সে কি আজ পড়ে রবে শুধু অনাদরে,,!!

আপনার ভাষা ভুলে অপরের ভাষায়
কথা বলি, গান গাই, ভীনদেশী আশায় !!

পাখিটাই বুঝে শুধু আপনার সুরে
মায়ের মুখের ভাষা গান হয়ে ঝরে,
তার কাছে আমি তাই মাথা নত করি
তার নামে লিখে যাই ,,,একুশে ফেব্রূয়ারী !!!!

ওমর একুশের কবিতা

ওমর একুশের কবিতা

বাংলা আমার রক্তে লেখা প্রিয় বর্ণমালা
বাংলা আমার মাঠভরা ফসলের সোনামুখী সুখ ,,
বাংলা আমার পল্লী মায়ের গোলাভরা হাসিমুখ
বাংলা আমার মায়ের অবিচল আস্থার আচঁল !!

বাংলা আমার বাঁচিয়ে রাখা অনন্ত আশার স্থল ,,
বাংলা আমার বাবার কাছে অ আ ক খ শেখা
বাংলা আমার চোখ খুলে প্রথম আকাশ দেখা !!””

বাংলা আমার হার না মানা সংগ্রামী বালুবেলা ,,
বাংলা আমার মা, মাটি, ও মানুষের মিলনমেলা !!’’

বাংলা আমার অনেক সুখ ও স্বপ্নের চারণভূমি ,,
বাংলা আমার ভালোবাসায় ঘেরা প্রিয় জন্মভূমি,
বাংলা আমার নিঃশর্ত আত্মসমর্পণের সরলতা,

বাংলা আমার সব বিভেদ ভুলে পাওয়া একতা
বাংলা আমার মায়ের মুখে শোনা প্রথম ভাষা ,,
বাংলা আমার কচি মনে দাগকাটা ভালোবাসা !!””

বাংলা আমার একুশের উদ্দীপ্ত চেতনায় পথচলা
বাংলা আমার সংগ্রামী রক্তে লেখা প্রিয় বর্ণমালা,,,,
বাংলা আমার হার নামানা ভালোবাসা নির্বিরোধ
বাংলা আমার ভাষার চেতনায় একীভূত বিশ্ববোধ !!””

একুশ মানে সালাম
একুশ মানে বরকত,,
একুশ মানে শহীদ
একুশ মানে তাজুল !!””
একুশ মানে স্বাধীনতা !!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!