চালতার উপকারিতাঃ আমাদের শারীরিক গতি প্রক্রিয়া ঠিক রাখতে শুকনো খাবারের পাশাপাশি ফলের প্রতি নজর দিতে হবে। চালতার উপকারিতা সর্ম্পকে আমরা অনেকে জানি না। এই ফলের উপকারিতা অনেক বেশি যা অনেকে জানে না।
চালতার উপকারিতা
১. হার্ট ও লিভারের টনিক হিসেবে কাজ করে।
২. অর্শরোগ, কোষ্ঠকাঠিন্য এবং ডায়েরিয়া নিরাময়ে সাহায্য করে।
৩. ডায়াবেটিস প্রতিরোধ ক্ষমতা ও রয়েছে।
৪. ঠান্ডা ও কাশির জন্য অনেক উপকারি ।
৫. বদহজম জনিত সমস্যার জন্য চালতা উপকারী।