কাঁচা আমের উপকারিতাঃ আম আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। সাধারণত এশিয়ার প্রত্যেকটা মানুষেই আম খেতে ভালোবাসেন। আম হউক কাঁচা অথবা হউক পাকা আম খাওয়া চাই। মানুষ কাঁচা আম দিয়ে আমের আচার ও সুস্বাদু চাটনি করে খায়। কাঁচা আমের উপকারিতা অনেক বেশি যা আমরা সকলে জানি। আরো পড়ুন>>> চিরতার উপকারিতা
কাঁচা আমের উপকারিতা
১. অতি গরমের সময় কাঁচা আম পুড়িয়ে সরবৎ করে খেলে শরীর ঠান্ডা থাকে।
২. আগুনে পুড়ে গেলে আম পাতার প্রলেপ লাগালে উপকার পাওয়া যাবে।
৩. আম গাছের ছাল বেটে (২চা চামচ) ৪৫০ গ্রাম পানিতে সেদ্ধ করে যখন পানি শুকিয়ে ১০০ গ্রাম থাকবে তখন তা পান করলে কৃমি রোগ সারবে।
৪. বমি বমি ভাব হলে কচি আম পাতায় ঘি ও চন্দন মাখিয়ে শুঁকলে বমি ভাব কমবে।
৫. দুই চা চামচ আম গাছের ছাল নিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে পেটের অসুখ আমাশয় সারে।
৬. কচি আমের কুশী বাটা, ১ টা চাঁপা কলা ও গরুর দুধ একসঙ্গে চটকে খেলে মেয়েদের প্রদর রোগ সারে। হাতে গনা কয়েকদিন খাওয়াতে হবে। যেমন ৪-৫ দিন হলে ভালো হয়।
৭. আমের কুশী রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে নস্য নিলে (নাক দিয়ে টানলে) নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়।
৮. বেশী মাংস খাওয়ার জন্যে যদি বদহজম হয় তাহলে আমের কুশী বা কাঁচা আম বাটা খেলে তার উপশম হয়।