হরিতকির উপকারিতাঃ হরিতকি একটি ঔষধি ফল হিসেবে পরিচিত। হরিতকির ফল বিভিন্ন রোগ সারানোর কাজে সাধানণত হেকিমরা দিয়ে থাকে। হরিতকির উপকারিতা অনেক বেশি যা আমরা সকলে জানি না।
হরিতকির উপকারিতা
১. হরীতকীর গুঁড়ো জলে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
২. রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়।
৩. খিঁচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক।
৪. কোষ্ঠকাঠিন্য দূর করে হরীতকী।
৫. দেহের শক্তি বৃদ্ধি করে।
৬. দাঁতের ব্যথা হলে হরীতকী গুঁড়ো লাগান, ব্যথা দূর হবে।