তেজপাতার উপকারিতাঃ তেজপাতা আমরা সকলেরই অতি পরিচিত। তেজপাতা সাধারণত আমরা রান্নার স্বাদ ও সুস্বাদু গন্ধ বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকি। তেজপাতার উপকারিতা অনেক যা আমরা সকলেই ঠিক ভাবে জানি না।
তেজপাতার উপকারিতা
১. শরীরের লাবণ্য বৃদ্ধি করে।
২. চর্মরোগ দূর করে।
৩. প্রস্রাবের হলুদ রং দূর করে।
৪. এলার্জির সমস্যা দূর করে।
৫. শরীরের দুর্গন্ধ দূর করে।
৬. অতিরিক্ত ঘাম বের হওয়া কমায়।
৭. মুখের অরুচি দূর করে।
৮. চোখের পিচুটি দমনে কার্যকরী ভূমিকা পালন করে তেজপাতা।