তুলসীর উপকারিতাঃ আমাদের দেশে তুলসী খুবই জনপ্রিয়। সকলে তুলসীর চা খেতে খুব পচন্দ করেন। আমরা জানি যে তুলসীর উপকারিতা অনেক বেশি।
তুলসীর উপকারিতা
১. শ্বাস প্রশ্বাসের সমস্যায় তুলসী আশির্বাদ হিসেবে কাজ করে।
২. মানসিক চাপ কমায়।
৩. জ্বর-সর্দি দূর করে।
৪. মাংসপেশীর খিঁচুনি প্রতিরোধ করে।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৬. পোকা মাকড়ের কামরের ব্যথা উপশম করে।
৭. ত্বকের যাবতীয় সমস্যা দূরীকরণে কার্যকরী।