সজিনার উপকারিতাঃ সজিনা অনেক পরিচিত মুখ। যা আমাদের দেশে সকলেই চিনে থাকে। সজিনার অনেক উপকার রয়েছে যা আমরা অনেকে জানি না সজিনার উপকারিতা অনেক বেশি।
সজিনার উপকারিতা
১. সজনে ক্ষুধা বাড়ায়, বলবীর্য বৃদ্ধি করে।
২. পেটের অসুখে উপকারী।
৩. বাত ও শ্লেষ্মা সারে।
৪. গোদ ও গলগন্ড হলে সজনে খেতে বলা হয়।
৫. সজনে চোখের জন্যও ভালো।
৬. পেটের গ্যাস উৎপন্নে বাধা দেয়।
৭. ব্যথা, কাশি, নাক-মুখ থেকে রক্ত পড়া বন্ধ করে।
৮. শরীরের অনাকাঙ্খিত দাগ দূর করে।