বাসক পাতার উপকারিতাঃ আমরা অনেকে বাসক পাতা চিনি না । বাসক পাতা সাধারণত ঔষধি কাজে ব্যবহৃত হয়। বাসক পাতার উপকারিতা অনেক যা আমরা জানি না।
বাসক পাতার উপকারিতা
১. জ্বর সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।
২. মাথার উকুন দূর করে।
৩. কফজনিত শ্বাসকষ্ট উপশম করে।
৪. প্রশ্রাবের জ্বালা পোড়া দূর হয়।
৫. জন্ডিস রোগে উপকার পাওয়া যায়।
৬. চুলকানি দূর করে।
৭. দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে।
৮. বাসক পাতার রস গায়ের রং ফর্সা করে।