তেলাকুচার উপকারিতা

তেলাকুচার উপকারিতাঃ আমরা অনেকে তেলাকুচা সর্ম্পকে আগে হয়তো তেমন একটা শুনতে পাইনি। তেলাকুচা সাধারণত ঔষধি কাজে ব্যবহার করা হয়। কবিরাজ ও হাকিমী ঔষধি হিসেবে অনেক পরিচিত তেলাকুচা। তেলাকুচার উপকারিতা অনেক যা আমরা জানি না।

তেলাকুচার উপকারিতা

তেলাকুচার উপকারিতা

১. তেলাকুচায় প্রচুর বিটা-ক্যারোটিন আছে।

২. এটি ডায়াবেটিস প্রতিরোধ করে।

৩. জ্বর দূর করতে সহায়তা করে।

৪. কুষ্ঠ রোগের ক্ষেত্রে তেলাকুচার বহুল ব্যবহার রয়েছে।

৫. হাঁপানি ও জন্ডিস রোগের ক্ষেত্রে তেলাকুচার ব্যবহার রয়েছে।

৬. রক্ত আমাশয় বা সাদা আমাশয়ে এর পাতার রস চিনি-সহ সেবনে উপকার হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!