নিশিন্দা পাতার উপকারিতাঃ আমরা অনেকে নিশিন্দা পাতা চিনি আবার অনেকে চিনি না। নিশিন্দা পাতা সাধারণত ঔষধি কাজে ব্যবহৃত হয়। সাধারণত হেকিম ও কবিরাজী ঔষুধের কাজে এই নিশিন্দার পাতার ঝুড়ি নেই। নিশিন্দা পাতার উপকারিতা অনেক যা আমরা অনেকে জানি না।
নিশিন্দা পাতার উপকারিতা
১. এই গাছের পাতা, শিকড়, ফুল এবং ফল সবকিছুই কাজে লাগে।
২. গরম পানিতে পাতার তার নির্যাস ক্রনিক ব্যথা দূর করে।
৩. বাত, মাথাব্যথা উপশম হয়।
৪. এটা হাপানি, ঠান্ডা জনিত রোগেও বিশেষ কার্যকরী।
৫. গাছের ডাল পালা পোকামাকড় রোধী।
৬. হজম শক্তি বৃদ্ধি করে।