মা দিবসঃ আপনাদের জন্য নিয়ে এলাম খুব সুন্দর মা দিবস স্টেটাস ও কবিতা যার নাম মুখে আনতেই মন আর প্রাণ জুড়িয়ে যায় এমন একজন যিনি সকল কষ্ট সহ্য করে কলেপিঠে করে মানুষ করেছেন আমাকে আপনাকে আমি সেই মায়ের কথা বলছি। আরো পড়ুন>>> মায়ের কবিতা স্টেটাস এসএমএস
মা দিবস
স্টেটাস
আমি বোকা হতে পারি, অনেক খারাপ হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তূ আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান। প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার জান্নাত তুমি মা। পৃথিবীর সবচেয়ে সুখ কি জান? মা-বাবার আদর, সবচেয়ে কষ্ঠ কি জান? মায়ের চোখের জল, সবচেয়ে অমূল রতন কি জান? মায়ের ভালোবাসা ।
মা দিবস
কবিতা
আমি যদি দুষ্টূমি করে
চাঁপা গাছে চাঁপা হয়ে ফুটি,
ভোরের বেলা, মা গো, ডালের পরে
কচি পাতায় করি লুটোপটি-
তবে তুমি আমার কাছে হারো-
তখন কি, মা চিনতে আমায় পারো?
তুমি ডাকো খোকা কোথায় ওরে,
আমি শুধু হাসি চুপটি করে !!
নোলক
আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেলে শেষে
হেথায় খুজি হোথায় খুজি সারা বাংলাদেশে !!
নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?
হাত দিওনা আমার শরীর ভরা বোয়াল মাছে !!
বললো কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে
শাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে !!
জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক
সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক !!
বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই,
আমার মায়ের গয়না নিয়ে ঘরে যেতে চাই !!!