ইফতারের দোয়াঃ আমাদের সকল রোযাদার ভাই ও বোনদের উচিত ইফতারের দোয়া সঠিক ভাবে জেনে নেওয়া।
ইফতারের দোয়া
ইফতারের দোয়াঃ আল্লাহম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্বালতু আ’লা রিযকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
অর্থঃ ইয়া আল্লাহ ! আমি তোমারই সন্তূষ্টির জন্য রোযা রাখিয়াছিলাম। এবং তোমারই উপর ভরসা করিয়াছি ও(এখন তোমারই অনুগ্রহ দ্বারা ইফতার করিতেছি। তুমি রহমান, রাহীম)।