দোয়া মাসুরাঃ আমরা অনেক মুসলিম ভাই ও বোনেরা যারা দোয়া মাসুরা সঠিক ভাবে জানি না আসুন দেখেনি ও শিখেনি।
দোয়া মাসুরা
দোয়া মাসুরাঃ আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসী জুলমান কাছীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম।
অর্থঃ হে আল্লাহ ! আমি আপন নফসের আর দেহ ও আত্মার উপর বহু জুলুম করেছি, আর আপনি ছাড়া কেউ পাপসমূহ ক্ষমা করতে পারবে না। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে ক্ষমা করে দিন এবং আমাকে দয়া করুন। বস্তূত আপনি অতি ক্ষমাকারি মহান দয়ালু।