সূরায়ে কদর

সূরায়ে কদরঃ আমরা যারা মুসলিম নারী পুরুষ এবং ভাই ও বোনেরা সূরায়ে কদর ভালো ভাবে উচ্চারণ করতে পারিনা অথবা পড়তে পারিনা আসুন জেনে নি।

সূরায়ে কদর

উচ্চারণঃ ইন্না আনযালনাহু ফী লাইলাতিল ক্বাদরে।(২) ওয়ামা আদরাকা মা লাইলাতুল ক্বাদরে।(৩) লাইলাতুল ক্কাদরে খাইরুম মিন আলফে শাহরিন।(৪) তানাযযালুল মালাইকাতু ওয়ার রুহু ফীহা বেইযনি রাব্বিহিম মিন কুল্লে আমরিন।(৫) সালামুন হিয়া হাত্বা মাত্বলা ইল ফাজরি।

অর্থঃ নিশ্চয়ই আমি এ মহাপবিত্র কুরআনকে সম্মানিত শবে ক্কদরের রাত্রিতে অবর্তীণ করেছি।২/ তুমি কি জান সে সম্মানিত ও মহিমান্বিত রাত্রটি কি? ৩/ সে মহিমান্বিত রাত্রটি হাজার মাস হতেও উত্তম, ৪/ সে রাত্রিতে ফিরিশতাগণ ও রুহুল আমীন (জিব্রাইল (আঃ) ) তাদের প্রতিপালকের নির্দেশে পৃথিবীতে অবতরণ করেন। ৫/ সর্বময় শান্তিপূর্ণভাবে তারা ফজর পর্যন্ত অপেক্ষা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!