দুপুরের কবিতা

দুপুরের কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম ভালো লাগার মতো অসাধারণ সব দুপুরের কবিতা। আশা করছি পড়তে পেরে আপনাদের অনেক ভালো লাগবে।                                                                                                                                                              আরো পড়ুন>>> শুভ সকাল কবিতা এসএমএস

দুপুরের কবিতা

দুপুরের কবিতা

দুপুর বেলা একলা বসে
মনে মনে ভাবি আমি,,
স্বপ্নের মাঝে আমি যেনো
চাদের দেশে দি পাড়ি !!””
<<<<<<<!!!!!!!!!!!!!!!!!!!!!>>>>>>>

রোজ দুপুরে আমি বসে
বাজাই সুরে বাশিঁ,
আমার সাথে পাখিরা সকল
সুর তুলে যে কিচির মিচির,,
তাদের দেখে মন আমার
আনন্দে উঠে ভরে !!””
<<<<<<<!!!!!!!!!!!!!!!!!!!!!>>>>>>>

দুপুর বেলা ক্ষনে ক্ষনে
রোদের ঝিলিক উৎলে পড়ে
ঝল ঝলিয়ে বীষন ভাবে
আমাতে হারায় !!””
<<<<<<<!!!!!!!!!!!!!!!!!!!!!>>>>>>>

দুপুর বেলা পুকুর পাড়ে
দক্ষিণা বাতাস উপচ্ছে পড়ে,,
সেই বাতাসে মন যে আমার
হয়ে উঠে নেচে নেচে !!””
ইচ্ছে করে সারাটিক্ষণ বসে
দক্ষিণা বাতাসে মেতে থাকি !!””
<<<<<<<!!!!!!!!!!!!!!!!!!!!!>>>>>>>

দুপুর রৌদে ইচ্ছে করে
শুয়ে থাকি খোলা আকাশের নিচে
রৌদেলা দুপুর আর পাখির কোলাহলে
নিজেকে মুগ্ধ করে দিতে !!”””
<<<<<<<!!!!!!!!!!!!!!!!!!!!!>>>>>>>

দুপুর মানে শান্ত মন
শান্ত সকল পাড়া
দুপুর মানে শান্ত মনে
উদাস চিন্তা ধারা !!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!