উচিত কথা

উচিত কথাঃ আপনাদের জন্য নিয়ে এলাম সব ভালো লাগার মতো উচিত কথা। আশা করছি আপনাদের কাছে পড়তে পেরে অনেক বেশী ভালো লাগবে।                                   Read more >>> সৌন্দর্য কথা

উচিত কথা

উচিত কথাআমরা সাধারণত উচিত কথা শুনলে মেজাজ গরম করে ফেলি অথবা রাগারাগি করি আসলে এটা মোটেও ঠিক কথা না। উচিত কথা কেউ যদি বলে থাকে তবে আমরা দেখবো যে সেই কথাটিতে আমাদের অবশ্যই কিছু না কিছু শিখার আছে ফলে আমরা সেই কথাটি মন দিয়ে শুনবো পরে তা আমাদের অবশ্যই দেখবেন অনেক কাজ দিবে। প্রত্যেক উচিক কথার নিদির্ষ্ট একটা ওজন বা মাপ আছে যা আমরা অনেকে বুঝার অথবা জানার চেষ্টা করিনা বরংসো যিনি একটু উচিত কথা বলে তার সাথে রাগ দেখাই রাগারাগি করি। উচিত কথার কতটুকু ওজন আছে শিখার আছে যদি আমরা জানতাম তবে সেই গুণী ও জ্ঞানী ব্যক্তিদের সানিধ্যে যেতাম আর তাদের সাথে কথা বলতাম কিছু উপদেশ মুলক কথা বা উচিত কথা শিখতাম। আসুন চলেন দেখেনি কিছু উচিত কথা গুণী ও জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা।

উচিত কথা

১. যে ক্রোধোন্মত্ত তার সামনে যেয়ো না – সাইরাস
২. বাক স্বাধীনতা মানে কোনাক্রমেই মিথ্যাচারের লাইসেন্সে নয় – ওয়ালেস এন্ডারসন
৩. অভিজ্ঞতা দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় – কার ভেন্টিল
৪. শত্রূ যদি জ্ঞানীও হয় তবু তার কাছ থেকে পরামর্শ নিও না – স্যার জন উইলঘট
৫. পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে – জন লিলি
৬. কোন কোন ভুল অপরাধের বেশী – জোসেফ ফউ
৭. কাক বিদেশ ঘুরে এলেও কালোই থাকে – ইংরেজী প্রবাদ
৮. কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়াই মূলত চরিত্রকে দোষমুক্ত করা – কলটন
৯. স্ত্রীতো কেবল চেয়ে দেখবার জন্য নয় তার বুদ্ধি ও থাকা চাই – রবীন্দ্রনাথ ঠাকুর
১০. মনের ময়লা কাটাতে চাও ভালো চিন্তায় মন দাও – রবাট হনটন
১১. একটি সুখের সংসারকে ধ্বংস করার জন্য শয়তান যতোগুলো অস্ত্র আবিস্কার করছে, তার মধ্যে মারাত্মক হলো স্ত্রীর ঘ্যানর ঘ্যানর – ডেন ক্যানেগী
১২. যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহ রক্ষী তাকে বাঁচাতে পারে না – হযরত আলী (রাঃ)
১৩. একজন ভালো স্বামী তার স্ত্রীকে গড়ে নিতে পারেন- রবাট বার্টন
১৪. শক্তিহীন ক্রোধ মূলহীন – জার্মান প্রবাদ
১৫. ব্যবসায়ীদের নিজস্ব কোন দেশ নেই – জেফারজসন
১৬. দারিদ্রতাকে যে মাথা পেতে গ্রহন করে সে ব্যক্তিত্বহীন পুরুষ – লং ফেলো
১৭.যে ব্যক্তি দুনিয়ার প্রেমে ডুববে সে তার আখেরাতকে ক্ষতিগ্রস্থ করবে – মিশকাত

উচিত কথা

১৮. আল্লাহ বেচাকেনাকে (ব্যবসাকে) বৈধ করেছেন এবং সূদকে অবৈধ করেছেন – আল কোরআন
১৯. অবাধ্য স্ত্রী যার, জীবন তার দুর্বিষহ – রবীন্দ্রনাথ ঠাকুর
২০. ছোট পাপকে ছোপ বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টিই বড় হয় – হযরত আলী (রাঃ)
২১. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না – শেখ সাদী (রাঃ)
২২. পাপ কাজ পতনের পদক্ষেপ স্বরূপ – রবার্ট বাটন
২৩. পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুর্ণ্য বরবাদ হয়ে যায় – হযরত আলী (রাঃ)
২৪. লোকের মুখে প্রশংসা শুনেই কারো প্রতি আকৃষ্ট হবে না, নিজে পরীক্ষা করে দাও – হযরত আলী (রাঃ)
২৫. ভেবে উত্তর দাও নতুবা পরে লজ্জিত হবে – এরিষ্টটলি
২৬. আজকের কাজ কালকের জন্যে কখনো অবহেলা করে রেখে দিবে না – হযরত ওমর (রাঃ)
২৭. যদি ভুল করো তবে তা সংশোধনের জন্যে দেরি করো না এবং সংশোধনে লজ্জা বোধ করো না – কনফুসিয়াস
২৮. লেগে থাকলে বাগিদার হওয়া যায় এতে কোন সন্দেহ নেই – ডেবিট মাইল মেকস হন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!