শুভ নববর্ষ : শুভ নববর্ষের ছবি, এস এম এস, ও কবিতা নিয়ে সাজানো আমাদের এই পেজ। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আরো পড়ুন>>> পহেলা বৈশাখের কবিতা
নববর্ষ মানেই সকল পুরনো কিছু ভুলে গিয়ে নতুন কে নিয়ে এগিয়ে যাওয়া সকল বাধা পিচনে ফেলে সব কিছু জয় করার মানসিকতাই হচ্ছে পহেলা বৈশাখ। বাংলাদেশের সকল মানুষের জন্য পহেলা বৈশাখ নিয়ে আসে এক আনন্দ উদ্দীপনা। বাংলা নববর্ষের এই দিনে সকলে মিলে মিশে এই দিনটি পালন করে আসচ্ছে বহু বছরের পুরাতন এই নববর্ষ।
শুভ নববর্ষ
নববর্ষের এসএমএস :
আপনাদের জন্য নিয়ে এলাম একে বারে নতুন রুপে নতুন আঙ্গিকে নববর্ষের বাংলা এসএমএস আশা করছি আপনাদের ভালো লাগবে।
একটি গাছের দুইটি গোলাপ
একটি গোলাপ লাল
তোমার আমার মিলন হবে
আসছে ১লা বৈশাখ ।
আকাশেতে লক্ষ তারা
মিটি মিটি হাসে
গত রাতে স্বপ্ন দেখি
তুমি আমার পাশে ।
যা চিঠি উড়িয়া যা
নিল আকাশের মাঝে
আজ যে পহেলা বৈশাখ
বন্ধু আমার থাকে যেনো পাশে ।
নতুন দিনের নতুন আলো
পুরান মোদের ভাষা
বন্ধু তোমায় জানাতে চাই
নবর্বষের শুভেচ্ছা ।
আমি কিন্তু ভুলবোনা
দিয়েছিলে কথা
১লা বৈশাখে তুমি থাকবে পাশে
দিয়েছিলে ভরসা ।
কলমে কালি নেই
মুখে নেই ভাষা
কি দিয়ে বলবো
তোমায় নবর্বষের শুভেচ্ছা ।
নববর্ষের কবিতাঃ
আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন রকম বাংলা নববর্ষের কবিতা । আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
চিঠির মাঝে মিষ্টি ভাষা আমার ভালো লাগেনা
তুমি এসে বলবে আমায় বাংলা নববর্ষের শুভেচ্ছা ।
নতুন বছর নতুন দিন , নতুন আলো নতুন সূর্য্য
সবাইকে জানাতে চাই শুভ নববর্ষ ।
শুয়ে আসে বন্ধু নরম তুল তুলে বিছানায়
ঘুম আসেনা বন্ধু তাই তোমায় জানাই
বাংলা নববর্ষের শুভেচ্ছা ।
প্রেমের দোলনা খানি এমন দোলে জানি
নববর্ষে তুমি থাকবে পাশে আমি তা জানি ।
আমার একটা কথা আছে তোমার মনে জানে
আমার বাড়ি আইছো তুমি বাংলা নববর্ষে ।
তোমায় বন্ধু বলতে চাই আমি যে কথা
১লা বৈশাখে আমন্ত্রণ জানাই নতুন করিয়া ।
আশায় মানুষ বাধেঁ বাসা আসায় ফুটায় ফুল
কাল যে পহেলা বৈশাখ জানাই শুভ নববর্ষ ।
আমার দোয়াতে নাই কালি কলমে নাই পিন ।
আমার এই লেখা দেখিয়া বন্ধু
আসিও তুমি করিওনা ভুল ।
আসছে নববর্ষ
সাল পহেলা আসছে আবার
নববর্ষের হালখাতা
বর্ষবরণ উৎসবে তাই
মেতে উঠবে জনতা।
গাঁয়ের মাঠে বসবে আবার
বৈশাখের ঐ মেলা
ছোট্র খোকা দোলনায় চড়ে
খেলবে মজার খেলা।
খোকা-খুকি ছন্দ পায়ে
নাচবে তা ধিন’তা
খুশির স্রোতে ভেসে যাবে
দূর অতীতের চিন্তা।
বটের নিচে জমবে আবার
পান্তা খাওয়ার ধুম
বর্গাচাষি করিম চাচার
হারিয়ে গেছে ঘুম !!
বৈশাখ এলে
বৈশাখ এলে দালানবাসির
মনে যত সুখ-রে,
ঘরে নড়েবড় মানুষগুলোর
মনে তত দুখ-রে।
গায়ের মানুষের ভয়ে কাঁপে
এক্ষুণি যে নামবে ঝড়,
পুরান কালের গাছটা পড়ে
শব্দ করে কড়মড়।
ক্ষেতের ফসল লন্ড-ভন্ড
ঘূর্ণিঝড়ের কুস্তিতে,
শূন্য ভিটায় নিঃস্বজনের
ঘুম আসে না সুস্তিতে।
কে কে যাবে বৈশাখী মেলায়
জমবে মেলা পথে পথে
সাজবে রঙিন সাজে
মনের মাঝে তাকদুম তাকদুম
বৈশাখী সুর বাজে।
লাল সাদা শাড়িতে সাজব
পহেলা বৈশাখে
লাল সাদা ফুল মালা খোঁপায়
নথ ঝুলাবো নাকে।
হেলে দুলে গানের মাঝে
হারাবো এ বেলায়
নাগরদোলায় চড়ব আমি
বৈশাখী বটমেলায়।
পাতায় বাঁশি হাতে নিয়ে
সুর ছন্দে বাজাবো
হরেক রকম আনন্দে মন
আঙ্গিনা সাজাবো।
ফুলের মুকুট মাথায় নিবো
ঠোঁটে লালের ছোঁয়া
মন্ডা মিঠাই সন্দেশ মিষ্টি
কিনব মুড়ির মোয়া।
বৈশাখী মেলায় কে যাবে
তোমরা এবার বলো ?
দলে দলে বন্ধু সবাই
প্রাণের মেলায় চলো।
নতুন প্রভাতের নতুন আলোকে, স্বাগত জানাই এই ধরনী লোকে,, আনন্দ মানে বারিনু তোমাকে আগাম শুভেচ্ছা জানাই সাধরে…<<<***শুভ নববর্ষ***>>>