ভালোবাসার কথা মালা
ভালোবাসার কথা মালাঃ আপনাদের জন্য নিয়ে এলাম ভালো লাগার মতো সব ভালোবাসার কথা মালা ছন্দ ও এসএমএস। আশা করছি আপনাদের কাছে পড়তে পেরে অনেক ভালো লাগবে। আরো পড়ুন>>>রোমান্টিক কথা
ভালোবাসার কথা মালা
ভালোবাসার কথা মালা
ফুলের প্রয়োজন সূর্যের আলো
ভোরের প্রয়োজন শিশির,,
আর আমার প্রয়োজন তুমি
আমি তোমাকে ভালোবাসি !!””
<<<<<<***********************>>>>>
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাব, আকাশের নীলে,,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা
সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা !!””
<<<<<<***********************>>>>>
চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া
রাত বুঝি ঘুমালো এসো না বুকে প্রিয়া,,
ঝিরি ঝিরি হাওয়া, শিরি শিরি ছোঁয়া
ঝড় উঠেছে এই মনে হায় এ মনে কেউ জানে না !!””
<<<<<<***********************>>>>>
প্রেম এক সুখ পাখি, পুষতে হয় বুকের খাচায়
সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদাঁয় !!””
<<<<<<***********************>>>>>
তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে
মনে হয়-আকাশের বুকে যেন জল ছঁবি এঁকে যায়,,
তুমি হাসলে বুঝি মনে হয়, স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় !!””
<<<<<<***********************>>>>>
অর্থহীন, এলোমেলো সময়গুলো
স্বপ্নের টানে রঙিন ঘুড়ির মতো নীল
আকাশে চোখের তারায় বিন্দু,
বিন্দু আভা ভালোবাসা, মায়া নিয়ে শুধু তোমাকে ভাবা !!””
<<<<<<***********************>>>>>
আলো যদি দুর থেকে আসে, সে আলোয় ভালো
এ আলোর উত্তাপ নেই, চোখ জ্বালায় না, পোড়ায় না
কিছুই দুর থেকে আলোর রেখা পথ দেখায়,,,,
আমি বন্ধু সেই আলোর রেখাই !!”””
<<<<<<***********************>>>>>
ভালোবাসার কথা মালা ছন্দ
ভালোবাসার কথা মালা ছন্দ
ঘুমের দেশে যখন তুমি, আমি জেগে
ভাবি স্বপ্নের দেশে আছো সুখে তুমি,,
আমি নির্ঘুম যন্ত্রণায়, আমার বিভিষীকা রাত
তোমার মুঠো ভরা ভোর !!””
<<<<<<**********************>>>>>>
যেদিন তুমি আকাশের নীল মেখে
তারা হলে আলো দেবে আমাকে ডেকে নিও,
বাঁধ ভাঙ্গা জোৎস্নায় আমাকে খুঁজে নিও, মনের জানালায় !!””
<<<<<<**********************>>>>>>
তুমি মেঘে হাত ছুঁয়ে দাও, বৃষ্টি নামবে
তুমি দৃষ্টি দিলে ফুটবে কদম, কেয়া,,
তুমি বন্ধু ভালোবাসলে ? মনের নদী দেবে পাড়ি
আমার ছোট খেয়া !!”””
<<<<<<**********************>>>>>>
তোমার মুখে হাসি টুকু লাগে আমার ভালো
তুমি আমার ভালোবাসা, বেচেঁ থাকার আলো,,
রাজার যেমন রাজ্য আছে, আমার আছ তুমি
তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি !!””””
<<<<<<**********************>>>>>>
মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো
মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা,,
নিশি রাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারা জীবন !!””
<<<<<<**********************>>>>>>
ভালবাসা মানে তালে চলব দুজন এক সাথে
কাছে এসে পাশে বসে মন রাখো আমার মনে,,
স্বপ্ন দেখবো দুজন মিলে, ঘর করছি এক সাথে
আর কি লাগে পৃথিবীতে ???? বউ আনবো ভালবেসে !!””
<<<<<<**********************>>>>>>
ভালোবাসার মানে আবেগের পাগলামি
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি !!””
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা !!””
<<<<<<**********************>>>>>>
তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে
তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে !!””
<<<<<<**********************>>>>>>
শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্যে
কয়েক হাজার বছর এক নিমিষেই বেঁচে থাকা যায়,,
হোক সে হাসির কারন অন্য কেউ,,,,তবুও
<<<<<<**********************>>>>>>
ভালোবাসার কথা মালা এসএমএস
তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা
তবু একে যাই আমার ভিতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই !!””
তাই তোমাকে নিয়ে আমার স্বপ্নে ডুবে থাকা
<<<<<<**********************>>>>>>
Tomake vebe prithibi amr odekha
Tobu ake jai amr bitor shudu tmi
Arto kisu paini thai
Tai tmk niye amr shopne dube thaka
মনে হয় শুধু আমি আর তুমি আর
ঐ আকাশের পউষ নিরবতা,,
রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে
কতকাল কহিয়াছি আধো, আধো কথা !!””
<<<<<<**********************>>>>>>
Mne hoy shudu ami ar tmi ar
Oi akasher posh nirobota
Ratrir nirjonjatri tarokar kane kane
Kto kal khoiasi ado ado ktha
প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না
যা হয় তা হলো ভালো লাগা,,
আর সেই ভালো লাগা নিয়ে
ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসা !!””
কে বলে চাঁদ কে স্পর্শ করা যায় না
এই যে ছুঁয়ে দিলাম !!””
<<<<<<**********************>>>>>>
Prothom dekay kokhno valobasha hoyna
Ja hoy ta hlo valo laga
Ar sai valo laga niye
Vabte thakle sristi hoy valobasha
Ke ble chand ke sporsho kora jay na
Ae je shuye dilam….
মন দেখে ভালবাসো, ধন, ধৌলত দেখে নয়
গুন দেখে প্রেম কর, রুপ দেখে নয়,
রাতের বেলায় স্বপ্ন দেখ, দিনের বেলায় নয়
এক জনকে ভালোবাস, দশ জনকে নয় !!””
<<<<<<**********************>>>>>>
Mon dekhe valobasho dhon dowlad dekhe noy
Gon dekhe prem kro rup dekhe noy
Rater vala shopno dekho diner bela noy
Ak jonke valobasho dosh jonke noy