দুঃখের কবিতা

দুঃখের কবিতাঃ কবিতা নিয়ে সাজানো আমাদের এই পেজ আসা করছি আপনাদের কাছে অনেক বেশী ভালো লাগবে। দুঃখের কবিতা নিয়ে আরো বেশী বেশী পোষ্ট করবো শুধু মাত্র আপনাদের জন্য।                                                                                                                          আরো পড়ুন>>>প্রেমের কবিতা

দুঃখের কবিতা

এ জীবনে আর কোন দিনে দেখা নাহি হবে দু জনার
তুমি আর আমি এক সুরে বাঁধা নেইতো সেদিন আর ।
এই দিন চলে যাবে ক্ষণ কাল পরে
রবে শুধু র্কমফল চিরদিনের তরে ।

সাগর শুকালে রবে শুধু বালি
তোমরা আমাকে ভুলে যাবে
ভুলবো নাকো আমি ।দুঃখের কবিতা

চিঠি খানা দিয়ে গেলাম রেখে দিও যতনে
ভুলে গেলে ফেরে দিও গভীর কাননে ।
যখন আমি হারিয়ে যাব নিরুদ্দেশের বনে
তখন কি আর আমায় পড়বে তোমার মনে ।

নাইবা ঘুমালে প্রিয়ো রজনী এখনো বাকি 
প্রদ্বীপ নিবিয়া যাক জেগে থাক দুটি আখি ।
বলার জন্য নাই গো আমি শুনার জন্য আসি
সুখের ঘরের নইগো আমি আধার ঘরের বাতি ।

তোমার খাতায় প্রথম পাতায় এঁকে দিলাম আলপনা
আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না ।
আকাঁশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে বনের লতা
পুরুষ হয়ে বুঝবে নাকো নারীর মনে ব্যাথা ।

সুসময়ে সকলে বন্ধু হয় বটে
অসময়ে কেহ কারো নয় 
আল্লাহ সকলের বন্ধু সকল সময়
অসময়ে তিনি হন সকলের সহায় ।

পতিই সতীর গতি জীবনের সার
পতি বিনে নারীর জীবন ভ্রম-অন্ধকার ।
তোমার আমার ঘটবে মিলন এই জীবনের পরে
যথা নদী চন্দনা বয় , সেই সাগরের তীরে ।

ডালিম পাকিলে ফেটে যায় পড়ে যায়
ছোট লোক বড় হলে বন্ধুকে কাঁদায় ।
বিদায়ের বানি লিখিয়া দিলাম রিদয়ের কালি দিয়ে
গ্রহন না করিলে দিও ফেলিয়ে ।

শিশু কাল গেল হাসিতে হাসিতে যৌবন কাল গেল রসে
আসিবে বৃদ্ধা কাল ঘটিবে ঝঞ্জাল কি হবে অবশেষে ।
ভালোবাসার স্মৃতিটুকু রেখে দিও মনে
ভুলে গেলে ফেলে দিও গভীর কাননে ।

চিঠির মধ্যে লিখা দিছো থাকবো বনের ধারে
কার পাল্লায় পইড়া বন্ধু ফাঁকি দিলে মোরে ।
বিরহের এই র্দীঘ রাত কাটছেনা একা
জীবনের এই যৌবন মনে দাওনাগো দেখা ।
জীবন পাতায় রচি প্রিয়া তোমার ইতিহাস
কত আসা কত স্বপ্ন , কত ব্যর্থ কামনা বিলাস ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!