দুঃখের কবিতাঃ কবিতা নিয়ে সাজানো আমাদের এই পেজ আসা করছি আপনাদের কাছে অনেক বেশী ভালো লাগবে। দুঃখের কবিতা নিয়ে আরো বেশী বেশী পোষ্ট করবো শুধু মাত্র আপনাদের জন্য। আরো পড়ুন>>>প্রেমের কবিতা
দুঃখের কবিতা
এ জীবনে আর কোন দিনে দেখা নাহি হবে দু জনার
তুমি আর আমি এক সুরে বাঁধা নেইতো সেদিন আর ।
এই দিন চলে যাবে ক্ষণ কাল পরে
রবে শুধু র্কমফল চিরদিনের তরে ।
সাগর শুকালে রবে শুধু বালি
তোমরা আমাকে ভুলে যাবে
ভুলবো নাকো আমি ।
চিঠি খানা দিয়ে গেলাম রেখে দিও যতনে
ভুলে গেলে ফেরে দিও গভীর কাননে ।
যখন আমি হারিয়ে যাব নিরুদ্দেশের বনে
তখন কি আর আমায় পড়বে তোমার মনে ।
নাইবা ঘুমালে প্রিয়ো রজনী এখনো বাকি
প্রদ্বীপ নিবিয়া যাক জেগে থাক দুটি আখি ।
বলার জন্য নাই গো আমি শুনার জন্য আসি
সুখের ঘরের নইগো আমি আধার ঘরের বাতি ।
তোমার খাতায় প্রথম পাতায় এঁকে দিলাম আলপনা
আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না ।
আকাঁশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে বনের লতা
পুরুষ হয়ে বুঝবে নাকো নারীর মনে ব্যাথা ।
সুসময়ে সকলে বন্ধু হয় বটে
অসময়ে কেহ কারো নয়
আল্লাহ সকলের বন্ধু সকল সময়
অসময়ে তিনি হন সকলের সহায় ।
পতিই সতীর গতি জীবনের সার
পতি বিনে নারীর জীবন ভ্রম-অন্ধকার ।
তোমার আমার ঘটবে মিলন এই জীবনের পরে
যথা নদী চন্দনা বয় , সেই সাগরের তীরে ।
ডালিম পাকিলে ফেটে যায় পড়ে যায়
ছোট লোক বড় হলে বন্ধুকে কাঁদায় ।
বিদায়ের বানি লিখিয়া দিলাম রিদয়ের কালি দিয়ে
গ্রহন না করিলে দিও ফেলিয়ে ।
শিশু কাল গেল হাসিতে হাসিতে যৌবন কাল গেল রসে
আসিবে বৃদ্ধা কাল ঘটিবে ঝঞ্জাল কি হবে অবশেষে ।
ভালোবাসার স্মৃতিটুকু রেখে দিও মনে
ভুলে গেলে ফেলে দিও গভীর কাননে ।
চিঠির মধ্যে লিখা দিছো থাকবো বনের ধারে
কার পাল্লায় পইড়া বন্ধু ফাঁকি দিলে মোরে ।
বিরহের এই র্দীঘ রাত কাটছেনা একা
জীবনের এই যৌবন মনে দাওনাগো দেখা ।
জীবন পাতায় রচি প্রিয়া তোমার ইতিহাস
কত আসা কত স্বপ্ন , কত ব্যর্থ কামনা বিলাস ।