ভালবাসার কবিতাঃ অনেক সুন্দর সুন্দর মন রাঙানো কবিতা নিয়ে আমাদের এই পেজটি সাজানো হয়েছে । আশা করছি আপনাদের কাছে ভালবাসার কবিতা গুলো খুব ভালো লাগবে। আরো পড়ুন >>>প্রেমের কবিতা
ভালবাসার কবিতা
ভালবাসারকবিতা
ভালবাসার এমন গুন পানের সাথে যেমন চুন
অল্প খেলে লাগে ভালো বেশী হলে পোড়ে গাল ।
Valobbasher amn gon, paner shathe jemon chun
Olpo khele lage valo besi hle pode gal
নদী শুকাইলে দেখা দেয় রেখা
ভালবাসা ছেড়ে গেলে যায় না তা দেখা ।
Nodi shukaile dekha dey rekha
Valobasha shere gele jay na ta dekha
কি দিয়া করি পুরণ তোমার মনের আশা
তোমার তোরে রইলো আমার গভীর ভালবাসা ।
Ki diye kori poron tomar mner asha
Tmr tore roilo amr govir valobahsa
ভালবাসার কবিতা
চন্দ্র সূর্য যত দিন
তোমার আমার ভালবাসা ততদিন ।
Shondo shurjo joto din
Tmr amr valobasha toto din
চিনির মতো মিষ্টি তুমি মধুর মতো হাসি
তাই তো তোমায় আমি এতো ভালবাসি ।
Chinir mto misti tmi modhur mto hasi
Tai to tmy ami ato valobashi
যাও পাখি বলো তারে
সে যেনো ভুলেনা মোরে ।
Jaw pakhi blo tare
Se jeno vulena more
ভালবেসে কেন তবে দুরে সরে থাকো
মিলনের মাঝে কেন বিরহের ছবি আঁকো ।
একদিন যদি কভু কারো বেসেছ ভালো
তাহার রিদয়ে তব জ্বালিব আলো ।
নাইস তোমার চেয়ারা সুইট তোমার হাসি
সত্যি কথা বলছি আমি তোমায় ভালবাসি ।
লেখাপড়া জানো তুমি চিঠি কেন লেখ না ।
ভালবাসা নেও হে প্রিয়া কওতো একটু কথা
এই জীবনে আমি তোমায় দিব নাকো ব্যাথা ।
লাভ মোর ছলনা ইউ মোরে ভুলনা
হ্যাপি হব দুজনা দিস ইজ মাই কামনা ।
আমি তোমায় ভালবাসি তুমি কেন বুঝনা
বুঝিয়া যদি থাকতুমি কাছে কেন আসো না ।
এসে গেলাম , চলে গেলাম , রেখে গেলাম স্মৃতি
ভালবাসা করা শুধু দুনিয়ার রীতি ।
চোখে যদি অশ্রু আসে আঁচল দিয়ে মুছিব
ভিক্ষে করে খাবো তবু তোমায় ভালবাসবো ।
আকাশ ভরা চন্দ্র তারা সৃষ্টি র্কতার দান
আমার রিদয়ে সবার উর্দে তোমারি স্থান ।
এক প্রাণ এক ধ্যান একই স্বপন
তারই নাম প্রেম সেটা দুজনার মিলন ।
একা বসে আমি যখন করি তোমার ধ্যান
তোমার জন্য পাগল হয়ে হারিয়ে ফেলি জ্ঞান ।
ও কলমের কালিরে কেমনে গেলি শুকাইয়া
আবার যদি লিখতে ইচ্ছা জাগে তখন আয় চলিয়া ।
চাঁদ সুন্দর ফুল সুন্দর আরো সুন্দর তুমি
এই দুনিয়ার দুটি প্রাণ তুমি আর আমি ।
হেল মিষ্টার হেল জেনে রাখা ভাল
প্রেমি হবে একদিন জীবনের আলো ।
আপনাদের জন্য আমার এই সাইটে অনেক সুন্দর সুন্দর কবিতা আর গল্প নিয়ে আসবো । আশা করছি আপনাদের কাছে অনেক ভাল লাগবে ।