ফুলের কবিতা: আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর আর মন জুড়ানো ফুলের কবিতা । আশা করছি আপনাদের কাছে আমার ফুলের কবিতা পড়তে অনেক ভালো লাগবে। আরো দেখুন >>> ফুলের ছবি
ফুলের কবিতা
আশায় মানুষ বাঁধে বাসা আসায় ফুটায় ফুল
আশার তরে জীবন মরণ আসাই সুখের দুঃখের মূল ।
ফুল ঝরিয়ে গেলে থাকে শুধু পাতা
মানুষ মরিয়া গেলে থাকে শুধু কথা ।
তিনটি ফুল গাছের ছয়টি পাতা
দুইটি বেলি ফুল নিল
আমার তোমার ভালবাসা
হবে যে রঙিন ।
গোলাপ ফুল তুলতে গিয়ে
হাতে লাগলো কাঁটা,
তোমার কথা মনে পড়লে
রিদয়ে লাগে ব্যাথা ।
দেখিতে সুন্দর ফুল
যদি নাহি তুলো
সেইতো মধুর প্রেম
যদি নাহি ভুলো ।
কি ফুল তুলবো আমি
বলে দাও প্রিয়া তুমি ,
নিরালে বসিয়া গাঁথিবো মালা
আমি আর তুমি ।
এক সঙ্গে ফুটে ছিল
অনেক গুলো ফুল ,
একে এক ঝরে গেল
ভেঙ্গে মনের ভুল ।
কলি থেকে ফুল হয়
ফুল থেকে মালা ,
মালা থেকে প্রেম হয়
প্রেম থেকে জ্বালা ।
খবর পেলাম ফুল ফুটেছে
জোস্মা রাতের চাঁদ উঠেছে ,
সুরের তানে প্রাণ ভরেছে
একই সুরের পাল ধরেছে ,
শিল্পীরা সব গান ধরেছে
ছোট্র কিশোর ভান করেছে ,
সকাল থেকে জ্বর উঠেছে
মনের গহীণ কোণে ।
এসব দেখে এই সব ভেবে
কি আর করি ভাই ,
চল সবাই দলে দলে
ফুলের গন্ধে নিজেকে মাতাই ।
বাগান টাতে ফুলের মেলা
আসতে থাকে মাচির দল ,
খেলতে থাকে সারা বেলা ।
ফুলের গন্ধে হারিয়ে যাই
তাইতো আমি ছুটে যাই ,
আজো পাড়া সেই গাঁয়ে ।
ফুলের মেলা সারা বেলা
আমার লাগে ভালো ,
ইচ্ছে করে সারাটা জীবন
থাকি ফুলের সাথে ।
ফুলের মাঝে আমি পাই
নতুন করে জীবন টাকে ,
ফুলের মতো রাঙাতে চাই
ফুলের মাঝে সৌরব পাই ।
ফুল যে আমার অনেক আপন
ফুল যে আমার চির সুখের ,
ফুল যে আমার মনের বাঁধন ।
ফুল কে ভালবেসে করেছি আপন
ফুলের মধ্যে পেয়েছি স্বপ্নের জাগর ।
আশা করছি আমার কবিতা গুলো আপনাদের কাছে অনেক ভাল লেগেছে। যদি ভাল লেগে থাকে আমার কবিতা গুলো তবে আমাকে কমেন্ড করে জানাতে পারেন আপনার মতামত।