টিফিনের পয়সা বাঁচিয়ে (জেমস)

টিফিনের পয়সা বাঁচিয়ে (জেমস)

টিফিনের পয়সা বাঁচিয়ে, 
তোমায় কিনে দেওয়া
সে রুমাল চেপে, 
এখনো কেন কাঁদো। 
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে সাপ লুডু খেলে। 
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও, 
বৈশাখী শুভেচ্ছা নিও। 
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও, 
বৈশাখী শুভেচ্ছা নিও। 
সকালের শুরু থেকে
গোধূলির রঙ
হয়তো তোমার কাছে অন্য লাগে, 
জোছনাও সে তো আজ হয়ে গেছে ফিকে
তোমার একরাশ রাগ আনুরাগে। 
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে সাপ লুডু খেলে। 
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও, 
বৈশাখী শুভেচ্ছা নিও। 
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও, 
বৈশাখী শুভেচ্ছা নিও। 
আরে তুমি তেমন নেই আমিও যেমন 
যান্ত্রিক জীবনের নাটকীয়তায়, 
রং তুলি সাজিয়ে একোনা তাকে
একোনা পুরনো সেই অধ্যায়। 
কি হবে প্রদীপ জ্বেলে 
স্মৃতির সাথে সাপ লুডু খেলে। 
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও, 
বৈশাখী শুভেচ্ছা নিও। 
টিফিনের পয়সা বাঁচিয়ে, 
তোমায় কিনে দেওয়া
সে রুমাল চেপে, 
এখনো কেন কাঁদো। 
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে সাপ লুডু খেলে। 
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও, 
বৈশাখী শুভেচ্ছা নিও। 
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও, 
বৈশাখী শুভেচ্ছা নিও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!