সন্ধ্যার কবিতা

সন্ধ্যার কবিতাঃ  আপনাদের জন্য নিয়ে এলাম কবিতা এসএমএস । আমার কাছে সন্ধ্যার কবিতা ও এসএমএস গুলো অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।                                                              আরো পড়ুন >>> বন্ধু নিয়ে কবিতা

সন্ধ্যার কবিতা

সন্ধ্যার কবিতাসন্ধ্যা শেষে রাত আসে,
তোর সৃতি চোখে ভাসে
বন্ধু তুই সুখে থাকিস !
কষ্ট হলেও আমায় তুই মনে রাখিস…

নিশি রাতে চাঁদের আলো,
বন্ধু তুই থাকিস ভাল !

সন্ধার শেষে বিকেলে
রাত যখন ঘনিয়ে আসে
রাতের ওই আকাশে ,
চাঁদ যখন হাসে, তুমি একটু চেয়ে দেখ
আমি আছি তোমার পাশে !

দিনের শেষে ওই আকাশে
সন্ধা যখন নামে
সূর্য যখন একা মনের
ভিতর তাকিয়ে দেখ পাবে আমার দেখা !

বারিয়ে দাও দুইটি হাত
ওই দেখ আকাশে উঠছে চাঁদ !
সন্ধা হতেই মিষ্টি তারা মুসকি হাসি
জোনাকিরা উঠছে গাছে !

জোনাকি হলো রাতের বাতি
স্বপ্ন নাকি ঘুমের সাথি ,
মন হলো মায়াবি পাখি
বন্ধু নাকি সুখ দুঃখের সাথি ,
তাই তোমাকে জানাই শুভ সন্ধা !

আজ সকাল টা ছিল কুয়াশা ভেজা
আর দুপুরটা ছিল মিষ্টি রৌদে ডাকা
আর সন্ধ্যাটা ছিল গোধুলি রংয়ের আকা !

আমি সন্ধাময় রাতে একটি চিঠি
দিলাম চাঁদের হাতে ,,,
তোমার জন্য অনেক কিছু লিখা আছে তাতে !!

আকাশ দিলো হাজারো তারা
সূর্য দিলো আলোর দারা,,,
সন্ধা এলো চাঁদের সঙ্গে
মন নাচেরে মনের সাথে !!

কেয়া হয়ে যদি থাকো আমার বাগানে
যত্ন করে রাখবো তোমায় আমারই মনে ,,,
ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল
রোজ শেষ বিকেলে জানাবো তোমায় শুভ সন্ধা !!

সন্ধ্যার এসএমএস

সন্ধ্যার এসএমএসএকরাস সন্ধার গোধুলির মেলা
এক রাস রাতের মিটি মিটি তারা,,
এক মুঠো জোসনার আলো
সাথে দিলাম একটু ঝরো হাওয়া !!!!

সন্ধা নেমে রাত হলো
চাঁদের আলো জিমিয়ে গেছে,,,,
ঝিঝি পোকাও চুপ
আমি তোমায় এখনো বন্ধু মিছ করছি খুব !!!!

সকাল শেষ হলো নিরিবিলিতে
দুপুর শেষ হলো ক্লান্তিতে,,,,
বিকেল শেষ হলো নিরবতায় আর
সন্ধা শেষ হলো অনেক মজায় !!!!

এখন গোধুলির শেষ বিকেল
দুই একটা তারা দেখা যাচ্ছে,,,,
তারা গুলো মিটি মিটি ঝলছে
শীতের কুয়াশারা ডেকে আমায়
কানে কানে বলছে ,,,,
তোমায় জানাই শুভ সন্ধা !!!!

সন্ধা প্রায় ঘনিয়ে এলো
শান্ত হলো পারা,,,,
আকাশ পথে উঠলো
ফুটে লক্ষ কুটি তারা

দিনের শেষে ক্লান্ত পথ যাত্রি
স্বপ্ন দেখার প্রহর শুরু !!!!

জীবন নদীর বাকে, একলা আমি দাড়িয়ে
নির্শাথ্য ভাবে যদি কেউ আসে
তবে দুহাত দেবো বারিয়ে !

সূর্য্য মামার অস্থ্য গেল !!,,
দিনের  কোলাহল চলে গেছে
পাখিরা নিড়ে ফিরে গেছে
ফুলের সুবাস শেষ হয়ে গেছে !
কিন্তু তোমাকে বলা হয় নাই
শুভ সন্ধা ,,,,!!!!!!

একটা রং একটা তুলি
রাঙ্গাবো আজ স্বপ্ন গুলি,
ভাবনা গুলি বাধন হারা
কখনো রাগ কখনো হাসি
তারপরও তোমায় ভালবাসি !

একটা দিন হারিয়ে গেল
রাত আসবে বলে ,,,,
একটা পাখি ডাকসে আপন
সুরে নিড়ে ফিরবে বলে
একটা সূর্য হারিয়ে গেল
চাঁদ উঠবে বলে,,,আর আমি বসে আছি
তোমায় শুভ সন্ধা বলবো বলে !

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!