শিক্ষাই জাতির মেরুদন্ড ভাবসম্প্রসারণ
মূলভাবঃ ব্যক্তিজীবন থেকে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মেরুদন্ড ছাড়া মানুষকে যেমন মানুষ হিসেবে কল্পনা করা যায় না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতিকে জাতি হিসেবে কল্পনা করা যায় না।
ভাবসম্প্রসারণঃ জাতীয় জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষা ব্যতিরেকে কোনো জাতির অস্তিত্ব বজায় থাকতে পারে না। জ্ঞান বিজ্ঞানে বিশ্বব্যাপী যে প্রতিযোগিতা চলছে, সেখানে শিক্ষাহীন কোনো জাতির স্থান নেই। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। ধন সম্পদ, জনবল ইত্যাদি দিয়ে কোনো জাতির উন্নতির মাপকাঠি পরিমাপ করা যায় না। জাতির উন্নতির মাপকাঠি একমাত্র শিক্ষা। ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনসহ জাতীয় জীবনে শিক্ষা মানুষকে সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায় বিচার বিশ্লেষণ করতে শেখায়। শিক্ষা মানুষের মনের বিকাশ ঘটায়। শিক্ষিত মানুষের মনের বিকাশের মাধ্যমে উচ্চ জাতির মনের বিকাশ ঘটে। চরিত্রের উন্নতি হয়। দেশ বা জাতি উন্নতির পথ ধরে এগিয়ে যায়।
মন্তব্যঃ শিক্ষার আলো ছাড়া কোনো জাতির পক্ষে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়। তাই শিক্ষার আলোয় সবাইকে আলোকিত হতে হবে। এটিই জাতির উন্নতির নির্ভরযোগ্য পথ।