স্বাধীনতা দিবসের কবিতা ২০২১

স্বাধীনতা দিবসের কবিতা ২০২১ঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম স্বাধীনতা দিবস নিয়ে কিছু কবিতা স্বাধীনতা দিবসের কবিতা ২০২১। আশা করছি পড়তে পেরে ভালো লাগবে।

                                                                                      আরো পড়ুন>>> বিজয় দিবসের কবিতা

স্বাধীনতা দিবসের কবিতা ২০২১স্বাধীনতা দিবসের কবিতা ২০২১ ছন্দ

বিজয় আমাদের দেশের মাটি
বিজয় গোলার ধান,
বিজয় আমার দোয়েল পাখি
মিষ্টি মধুর গান….!

বিজয় আমার মায়ের ভাষা
বিজয় মুক্ত হাসি,
বর্ণমালার পাতায় পাতায়
বিজয় রাশি রাশি…..!

বিজয় আমার এই পতাকা
লাল সবুজের গড়া,
বাংলাদেশের ঘরে ঘরে
এই পতাকা ওড়া….!

বিজয় আমার দীপ্ত শপথ
দেশ ও জাতির জন্য,
বিজয় পরাগ ছড়াবো আজ
হবো আমি ধন্য……!!!

স্বাধীন হয়েছি স্বাধীন থাকবো
আমরা বাংলাদেশী…!

মানুষে মানুষে যত ভেদাভেদ
মুছে যাক রেষারেষি….!
অনেক রক্তে এনেছি স্বরাজ
গড়বো আমরা নতুন সমাজ,
জীবন ধর্মে বলীয়ান হবো
দেখবে জগৎবাসী,
আমরা বাংলাদেশী……!

নবচেতনায় গেয়ে যাবো মোরা
জীবনের জয়গান,
নব উদ্যোগে সফল করবো
স্বপ্ন অনির্বাণ…..!

বঞ্চনা নয়, নয়কো শোষণ
অন্যায় যত করি না পোষণ
মুখোশের মুখ খুলে যাক আজ
চাই না ছদ্মবেশী
আমরা বাংলাদেশী….!!!

বিজয় আমার

বিজয় আমার স্বপ্নে আঁকা মাতৃভূমির ছবি
সবুজ সোনার ফসল ভরা
কৃঞ্চচূড়ার ফুলের তোড়া,
হৃদয় ভরা ভালোবাসা ভোরের রাঙা রবি…!

বিজয় আমার নিল আকাশের সাদা মেঘের রাশি
চাঁদনি রাতের ঝিকিমিকি
পাখ-পাখালির কিচিমিচি
সোনা রোদের আলোর ছটা
মায়ের মুখের হাসি….!

বিজয় আমার পল্লীগাঁয়ের ভাটিয়ালি গান
সরষে ক্ষেতের ফুলের রেণু
ছোট্র খুকুর চুলের বেণু,
তিরতিরে ঐ স্রোতের ধারা পানির কলতান,,
বিজয় আমার বনবনানী লতায় পাতায় ঘেরা
বিজয় আমার মাতৃভূমি সব দিবসের সেরা…..!!

স্বাধীনতা দিবসের কবিতা ২০২১ ছন্দস্বাধীনতা দিবসের কবিতা ২০২১ ছন্দ

বিজয়ের ছড়া

বিজয় দিনের গান
বাড়াবে সম্মান,
বাংলাদেশের বিজয়ে আছে
সবার অবদান….!

পাখি ছড়ায় সুর
লাগে তা মধুর
পাকা ফসল মাঠের কথা
জানায় বহুদুর….!

নদীর ছলাৎ ছল
বাড়ায় সাহস বল
কাছে টানে শীতল বাতাস
আহা কি নির্মল….!

বিজয় দিনের গান
বাড়াবে সম্মান,
প্রয়োজনে দেশ বাঁচাতে
দেব নিজের জান…..!!

বিজয়ের সুর

নবীনের ঘুম ভেঙে
পাখি হবে সই
বাঁধাহীন নীল মেঘে
মন যাবে ওই
মনের গহিনে বাজে
বিজয়ের সুর
নবীনেরা এক সাথে
যাবে বহুদুর….!!!

বিজয়ের স্বাদ

বিজয় তুমি দু’চোখের তারা
তুমি অঝোর ঝরনা ধারা
বিজয় তুমি উদ্দীয়মান ঈগল
তুমি নতুন গাছের প্রথম ফল…!

বিজয় তুমি সোনার হরিণ
তুমিই উর্বর জমিন,
বিজয় তুুমি রূপময় চাঁদ
তুমি অমৃতের স্বাদ….!

বিজয় তুমি অন্ধের দৃষ্টি
বাকহীনের মুখের ভাষা
কচিমুখের শিশুর হাসি
কোটি মানুষের আশা…..!!

স্বাধীন দেশ

লাল সবুজের পতাকা ঐ
দুলছে দেখো ভাই,
আমার প্রিয় মাতৃভূমি
যাতে খুঁজে পাই….!

জীবন দিয়ে দেশকে যারা
করে গেছে স্বাধীন
দেয়নি হতে দেশকে তারা
কভু পরাধীন….!

জীবন দিয়ে করলো যারা
স্বাধীন এই দেশ
গর্বে মোদের বুক ভরে যায়
নেই যে তারই শেষ…..!!!

মাতৃভাষার চেয়ে মিষ্টি
আর কি ভাষা আছে ?
তাইতো সবাই ফিরে আসি
বাংলা ভাষার কাছে…..!

লাল সবুজের পতাকা
ওড়ে আকাশে,
বিজয় দিনে খুশির ধারা
ভাসে বাতাসে….!

দীর্ঘ রণে রক্ত বানে
ভেসে গেছে দেশ,
বিজয় দিনে স্বস্তি আজ
কষ্টের দিন শেষ…!

ডিসেম্বরের ষোল তারিখ
সে কি আনন্দ,
রক্ত ঝরা রাত্রি শেষে
নতুন বসন্ত…..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!