রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে ভাবসম্প্রসারণ
মূলভাবঃ দুঃখের পর সুখ আসে, এটিই জগতের নিয়ম। বরং দুঃখ যত বেশি হবে তত দ্রুত সুখের আগমন ঘটবে। কেননা একের শেষেই অন্যের আবির্ভাব।
ভাবসম্প্রসারণঃ সৃষ্টিকর্তার এ পৃথিবীতে সবকিছুই চলছে নিয়মের মাধ্যমে। এখানে সব কিছুই পর্যায়ক্রমে আসে। মানব জীবনে সুখ-দুঃখ ও তেমনি একটি বিষয়। জীবনে সুখ-দুঃখ কারো চিরস্থায়ী নয়। সুখের দিন যত ফুরিয়ে আসে দুঃখের রাত ততই নিকটবর্তী হয়। আবার রাত যত গভীর হয় সুখের প্রভাত তত কাছে আসে। এটিই জীবনের ধর্ম। ইংরেজীতে একটি কথা আছে- Adversity often leads to prosperity. অর্থাৎ দুঃখের পরিণতি সুখ। এ জীবনে দুঃখ-কষ্টকে দেখে হতাশ হবার কিছু নেই। মনে রাখতে হবে আজ যারা সুখেরে স্বর্গে বাস করছে, তাদের সুখ একদিনে আসে নি। হাজারো উথান-পতনের মাধ্যমে এর আগমন। তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রকৃতপক্ষে, দুঃখ-কষ্টের প্রবহমান স্রোতই মানুষকে এগিয়ে নিয়ে যায় সুখ-সমৃদ্ধির পথে।
মন্তব্যঃ রাত যত গভীর হয় ততই তা দিনের সান্নিধ্যে আসে-এটিই প্রকৃতির নিয়ম। সুতরাং হতাশার চাদর ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে চলাতেই জীবনের সার্থকতা।