দুঃখের স্ট্যাটাস

দুঃখের স্ট্যাটাসঃ প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম কাছের মানুষ ও মনের মানুষদের সাথে শেয়ার করার মতো কিছু দুঃখের স্ট্যাটাস। আশা করছি পড়তে পেরে ও সবার সাথে শেয়ার করতে পেরে ভালো লাগবে। ধন্যবাদ

                                               আরো পড়ুন >>> ‍sad কষ্টের স্ট্যাটাস

                                দুঃখের স্ট্যাটাস

দুঃখের স্ট্যাটাস

### “কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।”
### কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে.!
যদি সেখানে ভালোবাসাই না থাকে.!
### “সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।”
### কাউকে বাধ্য করোনা
কথা বলার জন্য!
তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও
তাদের ছাড়া তুমিও থাকতে পারো!!!!
### “ঝরে যাওয়া পাতা জানে
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে।”
### জানিনা কিভাবে তোমার দেখা পাবো
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায় ।
শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।
### “আবেগ হল মােমবাতি যা
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।”
### বাঁধিনি হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে।
যাবি যদি দূরেই পাখি, যা রে উড়ে করবোনা মানা তোরে..।
### “প্রেম,
শব্দটি ছােট হলেও,
এটি একটি মানুষকে
নিঃশেষ করার ক্ষমতা রাখে।”
### অন্য কারো হাতে তোমার সুখ আমানত
দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার
সুখকে আর তুমি খুজে পাবে না…..!!!
### “ম্যাচুরিটি
বয়সের সাথে আসেনা,
আসে জীবনের কঠিন
বাস্তব অভিজ্ঞতা থেকে।”
### এক চোখ কখনো আরেক চোখকে
দেখেনা তবুও এক চোখের কিছু হলে
আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না।
### “মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে !”
### আজ নিজে নিজে নীরবে কাঁদছি,
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে ।
তবে সত্য বলতে কি জানো আমি
তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি ।
### “চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !”
### সমুদ্রের ঢেউ বার বার ফিরে আসে
কিন্তু যাকে একবার নেয় তাকে আর
ফিরিয়ে দেয় না । কিছু কথা কাউকে
বলা যায়না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়
### “কেউ ভুলে যায় না!
প্রয়ােজন শেষ…
তাই আর যােগাযােগ রাখে না!”
### ভুল যেমনি মানুষকে সিখায়।
তেমনি ভলোবাসা মানুষকে কাদায়।।
### “অতিরিক্ত কোন কিছুই
ভালাে না।
অতি
শব্দটাই খারাপ!”

                            দুঃখের স্ট্যাটাস বাংলাদুঃখের স্ট্যাটাস বাংলা

### তোমাকে হারাইনি
হারিয়েছি নিজেকে।
কাউকে বোঝাইনি
বুঝিয়েছি এই নিজেকে
### “যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”
### ভুলটা আমার ছিল,
কারণ স্বপ্নটা যে আমি একাই
দেখে ছিলাম
### “মধ্যবিত্ত পরিবারের সন্তান
গুলাের পকেট ভরা টাকা নাই থাকুক…
বুক ভরা স্বপ্ন থাকে।”
### কেউ যদি তোমার ভালবাসার মূল্য
না বুঝে তবে নিজেকে নিঃস্ব
ভেবো না। জীবনটা এত তুচ্ছ
না…..OK যে পথে কেহই নেই
### “যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?”
### বার বার তোমার চোখের পানি মুছে
ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা
উত্তম যে তোমাকে এতবার কাঁদায়।
### প্রত্যেক মানুষই প্রেমে পরে, কেউ
প্রকাশ করে, কেউবা লুকিয়ে রাখে
### তুমি বেঁচে থেকো তোমার সকল
ভালোলাগার কারণগুলো নিয়ে
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে।
### সত্য বলা ও আমানত রক্ষা করা মুমিন
ব্যক্তির সর্বোত্তম গুণ।
অপরদিকে মিথ্যা বলা ও খিয়ানত করা
ধোকাবাজ ব্যক্তির সবচেয়ে বদ গুণ!
### কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের।
কিন্তু তার চেয়েও বেশি কষ্টের
হলো আসবেনা জেনেও তার জন্য
অপেক্ষা করা।
### এগিয়ে গিয়েও পিছিয়ে আসি
পেরোতে চাই না একা
এই পথের নাম পাবে নিজের দাম
তুমি একবার দিলে দেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!