বহু দিন ধরে বহু ক্রোশ দূরে – সারাংশ / সারমর্ম

সারাংশ:

বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু ।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু  !!

সারমর্মঃ

মানুষ বহু অর্থ ও সময় ব্যয় করে দূর-দূরান্তে সৌন্দর্য্য উপভোগের জন্যে যায় । কিন্তুূ ঘরের আঙিনায় ধানের শিষে শিশির বিন্দু অপূর্ব সৌন্দর্য্য তার চোখে পড়ে না । আসলে সহজে উপভোগ্য সৌন্দর্য উপেক্ষিত হয় ।সৌন্দর্যে বৈচিত্রময় সমাবেশ প্রকৃতির সর্বত্রই বিরাজমান । তাই দূরে যাওয়ার আগে কাছের জিনিসকে চেনা ও জানার দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!