সারাংশ:
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান,
জীর্ণ পৃথিবীতে র্ব্যথ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে ।
চলে যেতে হবে আমাদের।
চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার ।
সারমর্মঃ
পৃথিবীতে নতুনের জন্যে পুরাতনকে স্থান ছেড়ে দিতে হয় । এটাই প্রকৃতির নিয়ম । জীর্ণ পৃথিবীর ব্যর্থ, মৃত, ধ্বংসস্তূপ আর গ্লানি দূর করে নবীনদের বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলতে হবে । নতুন, সুন্দর ও স্বপ্নীল পৃথিবীই আমাদের একমাত্র কাম্য ।