সারাংশঃ
আসিতেছে শুভ দিন , দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ ।
হাতুড়ি-শাবল-গাঁইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে সেবিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি,
তারাই মানুষ, তারাই গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান ।
সারমর্মঃ
শ্রমিকদের কঠোর শ্রমের মধ্য দিয়ে দেশ ও জাতি আজ সভ্যতার চরম শিখরে পৌছেছে । বস্তুূত দেশের সমৃদ্ধির জন্যে নিবেদিতপ্রাণ শ্রমিকরাই প্রকৃত মানুষ ও শ্রদ্ধার পাত্র । নিপীড়িত, নির্যাতিত ও শোষিত শ্রমিকদের কে ঠকানোর দিন শেষ হয়ে গেছে, সুতরাং তাদের ন্যায্য অধিকার থেকে আর বঞ্চিত রাখা ঠিক হবে না ।