সারাংশঃ
বসুমতি, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করে পাই শস্য কণা।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি ক,ন বসুমতি-
আমার গৌরব তাতে একেবারে ছাড়ে।
সারমর্মঃ
যেকোন জিনিস কষ্ট করে, শ্রম দিয়ে লাভ করলে তাতে গৌরব ও আত্মতৃপ্তিও দুই-ই পাওয়া যায়। পক্ষান্তরে, পক্ষান্তরে যে জিনিস কষ্ট না করে পাওয়া যায়, তা পেয়ে কোন গৌরব নেই, আত্মতৃপ্তিও নেই, তাই কষ্ট করে সব কিছু লাভ করা বাঞ্চনীয়।