সারাংশঃ
সবারে বাসিব ভাল,
করিব না আত্মপর ভেদ
সংসারে গড়িব এক নতুন সমাজ।
মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ-
সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ।
দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত
মানুষে মানুষে হল কত হানাহানি।
এবার মোদের পুণ্যে সমুদিবে প্রেমের প্রভাত
সোল্লাসে গাহিবে সবে সৌহার্দ্যের বাণী।
সারমর্মঃ
যুদ্ধ নয় শান্তি চাই- পৃথিবীতে মানুষে মানুষে যুদ্ধ-সংঘাত, হানাহানির অবস্থান বিরাজমান। প্রেম, ভালবাসা আর সৌহার্দ্যের সেতুবন্ধনে বিশ্বময় মানুষের মাঝে সুন্দরতম প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে হবে। মানুষ চায় সুখ চায় সে শান্তি।