রাতের কবিতাঃ আপনাদের জন্য নিয়ে এলাম কবিতা এসএমএস । আমার কাছে রাতের কবিতা ও এসএমএস গুলো অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আরো পড়ুন>>> শুভ রাত্রি স্ট্যাটাস
রাতের কবিতা
শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই
দুর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই !””
হাজার তারা চাইনা আমি একটা চাঁদ চাই।
হাজার ফুল চাইনা আমি, একটা গোলাপ চাই !
হাজার জনম চাইনা আমি, একটা জনম চাই ।
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই !!”
“” শুভ রাত্রি “”
তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি !
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল !””
“” শুভ রাত্রি “”
দুঃখ আছে মনে মনে
বলবো আমি কার সনে,
শোনার মতো মানুষ নাই
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা
বলবো আমার মনের সব কথা !!”
আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ
জোস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি, কি করলে বুঝবে বন্ধু
তোমায় আমি কত ভালোবাসি !””
“” শুভ রাত্রি “”
তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়
আকাশের বুকে যেন জল ছবি একে যায়,
তুমি হাসলে বুঝি মনে হয়
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় !!”
তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে
তোমার জন্য স্বপ্নঘুড়ি উড়ছে ভেসে বাতাসে,
তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা
এই কথা জানে শুধু আমার বিধাতা !””
“” শুভ রাত্রি “”
আজ ছন্দ মহলে মিলছে দুটি মন
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষণ,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা !”
রাত যেভাবেই আসুক নীরবতা থাকবেই
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই,
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক
পৃথিবীতে আলো আসবে,
আর নিজেকে যতই লুকিয়ে রাখনা কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই !!”
“” শুভ রাত্রি “”
রাতের এসএমএস
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা
সবটুকু দিবো আমি তোমায়
আমার একটাই আশা ,
তুমি ভুলে যেওনা আমায়
বড় বেশি ভালোবাসি তোমায় !
“” শুভ রাত্রি “”
জোনাকির আলো জেলে, ইচ্ছের ডানা মেলে
মন চায়, হারিয়ে যাই কোন এক দুর অজানায়
যেখানে আকাশ মিশে হবে একাকার,
তুমি রাজকুমারী হবে শুধু আমার !!”
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখ
হৃদয় মাঝে ছোট্র করে আমার ছবি এঁকো,
স্বপ্নগুলো দিলাম তাতে আরো দিলাম আশা
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা !””
“” শুভ রাত্রি “”
আমি মেঘ তুমি আকাশ
আমি ফুল তুমি সুভাস,
আমি কবি তুমি কবিতা
আমি সুর তুমি গান,
আমি দিন তুমি রবি
আমি রাত তুমি চাঁদ !!”
“” শুভ রাত্রি “”
চোখে আছে কাজল কানে আছে দুল
ঠোট যেনো রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি !!”
”” শুভ রাত্রি “”
চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঝি পোকারাও চুপ
আমি তোমায় এখনো বন্ধু, মিস করছি খুব,
রাতের আাঁধার ঘন কালো, এবার প্রিয়া ঘুমাতে চল !””
”” শুভ রাত্রি “”
READ MORE>>> Best 200+ valobasher status