সারাংশঃ
আমরা চলিব পশ্চাতে ফেলি পঁচা অতীত
গিরি-গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত,
সৃজিব জগৎ বিচিত্রতর, বীর্যবান,
তাজা জীবন সে নব সৃষ্টি শ্রম-মহান,
চলমান বেগে প্রাণ উজ্জ্বল।
রে নব যুগের স্রষ্টাদল,
জোর-কদম চল রে চল।
সারমর্মঃ
তারুণ্য উদ্দীপত যুবসমাজ জরাগ্রস্থ্য অতীতকে পেছনে ফেলে নবতর পৃথিবী সৃষ্টির উন্মাদনায় হয়ে উঠে বিপ্লবী । তারা সৃষ্টি করবে প্রাণ। উজ্জ্বল এক নতুন জগৎ। তারা সৃষ্টি করবে এক নতুন যুগ। আর এ লক্ষে তাদের আত্মপ্রত্যয়ী হয়ে এগিয়ে যেতে হবে।