সারাংশঃ
হউক সে মহাজ্ঞানী মহা ধনবান,
অসীম ক্ষমতা তার অতুল সম্মান,
হউক বিভব তার সম সিন্ধু জল,
হউক প্রতিভা তার অক্ষুন্ন উজ্জ্বল
কিন্তুূ সে সাধেনি কভু জন্মভূমি হিত,
স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিৎ,
জানাও সে নরাধমে জানাও সত্ত্বর
অতীব ঘৃণিত সেই পাষন্ড বর্বর।
সারমর্মঃ
নিজের দেশের প্রতি যার ভালবাসা নেই সে পশুর মত অধম। জ্ঞান, সম্মান, সম্পদের অধিকারী হয়ে, বিলাস বহুল জীবন যাপন করে খ্যাতির শিখরে উঠলেও দেশপ্রেমহীন মানুষ পাষন্ড ও বর্বর হিসেবেই ঘৃণিত হয়ে থাকে।