সারাংশঃ
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,
নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যে সব পাতায় পাতায়,
শিখছি যে সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র।
সারমর্মঃ
বিশ্ব একটা বড় পাঠশালা। এখানে প্রতিটি মানুষেই ছাত্র। কারন প্রকৃতি থেকেই মানুষ প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখছে। সুতরাং মানুষের শিক্ষাগ্রহনের জন্যে বিধাতা বিশ্বরুপ পাঠশালা বানিয়েছেন।