সারাংশঃ
পুণ্যে-পাপে, দুঃখে-সুখে, পতনে-উত্থানে,
মানুষ হইতে দাও তোমার সন্তানে।
হে স্নেহার্ত বঙ্গভূমি ! তব গৃহ-ক্রোড়ে,
চির শিশু করে আর রাখিও না ধরে।
দেশ দেশান্তরের মাঝে যার যেথা স্থান।
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।
পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে,
বেঁধে বেঁধে রাখিও না ভাল ছেলে করে।
প্রাণ দিয়ে, দুঃখ সয়ে আপনার হাতে,
সংগ্রাম করিতে দাও ভাল-মন্দ সাথে।
সারমর্মঃ
জীবন একটি সংগ্রাম ক্ষেত্র। জীবনের নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে এবং প্রতিকূল অবস্থার সাথে সংগ্রাম করে মানুষকে টিকে থাকার শক্তি অর্জন করতে হবে। দুঃখ কষ্টের ভয়ে ঘরের কোনে হাত পা গুটিয়ে বসে থাকলে কখনোই সফলতা আসবে না, বরং ঘুমিয়ে থাকা শিশুটির মত অজ্ঞতার অন্ধকারে ডুবে যাবে।